চট্রগ্রাম: ত্রিরত্ন সংঘের সাধারণ সদস্য পুলক বড়ুয়া ও হিমাদ্রি বড়ুয়ার নেতৃত্বে রাংগুনিয়ার ফলাহারিয়া গ্রামের জ্ঞানশরণ মহা-অরন্য ভূমিতে ভিক্ষু, শ্রমণদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এই বিতরণীয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংঘের সভাপতি অভি বড়ুয়া অর্ণব। শিক্ষা সামগ্রী বিতরণ করার পূর্বে সকল সদস্য সমবেত হয়ে প্রার্থনা করে পঞ্চশীল গ্রহণ করেন।এর পর শ্রদ্ধেয় শরণংকর থের ভান্তে একক ধর্ম দেশনা প্রদান করেন।দেশনায় ভান্তে সংঘের কার্যক্রমের প্রশংসা করার পাশাপাশি নানা দিকনির্দেশনা প্রদান করেন।দেশনায় শেষে ত্রিরত্ন সংঘের সকল সদস্য পাঠ্যপুস্তক সহ নানা শিক্ষা সামগ্রী ভিক্ষু শ্রমণদের হাতে তুলে দেন।এরপর সকলে মিলে সঞ্চিত সকল পূন্যরাশি সকলের মঙ্গল কামনায় দান করে।
শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষে ত্রিরত্ন সংঘের সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া কমল সকলের কাছে কৃতজ্ঞতা শিকার করে।এর সকলে মিলে ত্রিরত্ন সংঘের উদ্যোগে নির্মাণাধীন বুদ্ধমূর্তি প্রদর্শন করে।
(প্রেস বিজ্ঞপ্তি)