ভোরে ঘুম থেকে উঠে মুখ হাত ধুঁয়ে প্রথমে বুদ্ধ আসনের পানি, ফুল, মোমবাতি, আগরবাতি, সোয়াং তোলে দিয়ে বন্দনাদি করবেন। সন্ধ্যা সময়ও অনুরুপভাবে বন্দনাদি করবেন।
ত্রিরত্ন বন্দনা
বুদ্ধং বন্দামি,
ধম্মং বন্দামি,
সঙ্ঘং বন্দামি,
অহং সব্বদা।
দুতিযম্পি, ততিযম্পি।
সকল চৈত্য বন্দনা
বন্দামি চেতিযং সব্বং, সব্বট্ঠানেসু পতিট্ঠিতং।
সারীরিক ধাতু মহাবোধিং বুদ্ধরুপং সকলং সদা’তি।
দন্ত ধাতু বন্দনা
একা দাঠ্ াতিদসপুরে, নাগপুরে অহু ।
একা গা›ধার বিসযে, একাসি পূন সিহলে।
চতস্সো তা মহাদাঠা, নিব্বাণ রসদীপিকা ,।
পুজিতা নরদেবেহি, তা’পি বন্দামি ধাতুযো ।
শ্রীপাদ বন্দনা
যং নম্মদায নদীযা পুলিনে চ তীরে।
যং সচ্চবদ্ধ গিরিকে সুমনা চলগ্গে ।
যং তত্থ যোনকপুরে মুনিনো চ পাদং,
তং পাদলাঞ্জন বরং সিরসা নমামি ।
বোধি বন্দনা
যস্সমূলে নিসিন্নোব, সব্বারি বিজযং অক্ া।
পত্তো সব্বঞঞূতং সত্থা বন্দেতং বোধিপাদপং ।
ইমেহে তে মহাবোধি লোকনাথেন পূজিতং ।
অহম্পিতে নমস্সামি বোধিরাজা নমত্থুতে।
বুদ্ধের নয় গুণ বন্দনা
ইতি’পি সো ভগবা অরহং, সম্মাসম্বুদ্ধো, বিজ্জাচরণং সম্পন্নো, সুগতো, লোকবিদু, অনুত্তরো, পরিসদম্ম সারথি, সত্থা দেব মনুস্সানং, বুদ্ধো ভগবা’তি।
বুদ্ধং যাব মহাপরিযন্তং সরণং গচ্ছামি,
যে চ বুদ্ধা অতীতা চ, যে চ বুদ্ধা অনাগতা।
পচ্চুপন্না চ যে বুদ্ধা, অহং বন্দামি সব্বদা।
নত্থে মে সরণং অঞ্ঞং, বুদ্ধো মে সরণং বরং,
এতে সচ্চবজ্জেন হোতু মে জয় মঙ্গলং।
উত্তমঙ্গেন বন্দে’হং, পাদপংসু বরুত্তমং,
বুদ্ধো যো খলিতো দোসো, বুদ্ধো খমতু তং মমং।
ধম্মের ছয় গুণ বন্দনা
স্বাক্খাতো ভগবতো, সন্দিট্এিকা, অকালিকো, এহিপসসিকো, ওপনায়িকো পচ্চতং, বেদিতব্বো বিঞ্ঞূহী”তি।
ধম্মং যাব মহাপরিযন্তং সরণং গচ্ছামি,
যে চ ধম্মা অতীতা চ, যে চ ধম্মা অনাগতা।
পচ্চুপন্না চ যে ধম্মা, অহং বন্দামি সব্বদা।
নত্থে মে সরণং অঞ্ঞং, ধম্মো মে সরণং বরং,
এতে সচ্চবজ্জেন হোতু মে জয় মঙ্গলং।
উত্তমঙ্গেন বন্দে’হং, ধম্মঞ্চ তিবিধং বরং,
বুদ্ধো যো খলিতো দোসো, ধম্মো খমতু তং মমং।
সঙ্ঘে নয় গুণ বন্দনা
সুপটিপন্নো ভগবতো সাবকসঙ্ঘো, উজুপটিপন্নো ভগবতো সাবকসঙ্ঘো, ঞায়পটিপন্নো ভগবতো সাবকসঙ্ঘো, সমীচিপটিপন্নো ভগবতো সাবকসঙ্ঘো, যদিদং চত্তারি পুরিসয়ুগানি, অট্ঠ পুরিসপু¹লা, এস ভগবতো সাবকসঙ্ঘো, আহুণেয্যো, পাহুণেয্যো, আহুণেয্যো, দক্িখণেয্যো, অঞ্জলি করণীয্যো, অনুত্তরং পুঞ্ঞক্খেত্তং লোকস্সা’তি।
সঙ্ঘং যাব মহাপরিযন্তং সরণং গচ্ছামি,
যে চ সঙ্ঘা অতীতা চ, যে চ সঙ্ঘা অনাগতা।
পচ্চুপন্না চ যে সঙ্ঘা, অহং বন্দামি সব্বদা।
নত্থে মে সরণং অঞ্ঞং, সঙ্ঘো মে সরণং বরং,
এতে সচ্চবজ্জেন হোতু মে জয় মঙ্গলং।
উত্তমঙ্গেন বন্দে’হং, সঙ্ঘঞ্চ দ্বিবিধূত্তমং,
বুদ্ধো যো খলিতো দোসো, সঙ্ঘো খমতু তং মমং।
বুদ্ধ, পচ্চেক বুদ্ধ, ধম্ম, সঙ্ঘ, আচায্য উপাধ্যায় ও চৈত্য বন্দনা।
বুদ্ধাধম্মা চ পচ্চেক বুদ্ধ, সঙ্ঘ চ সামিকা
দাসো’ বা হস্মি মে তেসং,গুণং ঠাতু সিরে সদা।
তিসরণং তিলক্খানূপেক্খং নিব্বানমন্তিমং সুখং,
সুবন্দে সিরসা নিচ্চং, লবামি তিবিধংমহং।
তিসরণঞ্চ সিরে ঠাতু, সিরে ঠাতু তিলক্খণং,
উপেক্কা চ সিরে ঠাতু, নিব্বানং ঠাতু মে সিরে।
বুদ্ধে সকরুণে বন্দে, ধম্মে পচ্চেক সম্বুদ্ধে।
সঙ্ঘে চ সরসা য়েব, তিধা নিচ্চং নমাম্যহং।
নমামি সত্থুনোবাদপ্পমাদ, বচন্তি মং।
সবেব পি চেতিয়ে বন্দে, উপজ্ঝাচরিয়ে মমং।
ময়ং পণাম তেজেন, চিত্তং পাপেহি মুঞ্চতংতি।
প্রদীপ পূজা গাথা
ঘনসারপ্পদিত্তেন দীপেন তমধংসিনা,
তিলোকদীপং সম্বুদ্ধং পূজয়ামি তমোনুদং।
ধুপ পূজা গাথা
গন্ধ সম্ভারয়ুত্তেন ধুপেনাহং সুগন্ধি না,
পূজয়ে পূজানেয়্যন্তং পূজাভাজন মুত্তমং।
আহার পূজা গাথা
অধিবাসেতু নো ভন্তে ভোজনং পরিকপ্পিতং,
অনুকম্পং উপাদায় পতিগণহাতু মুত্তমং।
পানীয় পূজা গাথা
অধিবাসেতু নো ভন্তে পানীয়ং পরিকপ্পিতং,
অনুকম্পং উপাদায় পতিগণহাতু মুত্তমং।
গিলান প্রত্যয় পূজা গাথা
অধিবাসেতু নো ভন্তে গিলান পচ্চয় ভেসজ্জং পরিকপ্পিতং,
অনুকম্পং উপাদায় পতিগণহাতু মুত্তমং।
তাম্বুল পূজা গাথা
নাগবল্লিদলপেতুং চুন্নপুগ সমায়ুতং,
তাম্বুলং পতিগণহাতু সতং পূজেমি তং জিনং।
বুদ্ধ পূজোপলক্ষে দীপ, ধুপ, পুষ্প, জল ও আহার ইত্যাদি উৎসর্গ
ইতি পি নিরোধ সমাপত্তিতো ইট্ঠহিত্বা বিয় নিসিন্নস্স ভগবতো অরহতো সম্মাসম্বুদ্ধস্স ইমিনা পুপ্ফেন, উদকেন-দীপেন-ধুপেন-আহারেন পূজেমি পূজেমি পূজেমি। ইদং পুপ্ফং পূজং- উদক পূজং -দীপ পূজং -ধুপ পূজং -আহার পূজং বুদ্ধ-পচ্চেক বুদ্ধ-অ¹সাবকÑমহাসাবক-অরহন্তানং সভাবসীলং অহম্পি তেসং অনুবত্তকো হোমি। ইদং পুপ্ফং-উদকং-দীপং-ধুপং-আহারং দানি বন্নেনপি সুবণœং গন্ধেনপি সুগন্ধং সন্ঠানেনপি সুসন্ঠানং খিপ্পমেব দুব্বণœং দু¹ন্ধং দুসসন্ঠানং অনিচ্চতং পাপুনিস্সতি। এব মেব সব্বে সঙ্খারা অনিচ্চা সব্বে সঙ্কারা দুক্কা সব্বে ধম্মা অনত্তাতি। ইমিনা বন্ধনা-মানন-পূজাপটিপত্তি অনুভাবেন আসবক্খয় বহং হোতু, সব্বা দুক্খা পমুঞ্চতু।
সীবলী পূজা উৎসর্গ
ইতি পি সো অরহং লাভীনং অগ্গো সেটঠো সীবলী নাম মহাথেরং ইমেহি নানাবিদেহি খজ্জ-খোজ্জ-দীপ-ধুপ-পুপফ-উদকাদীহি পূজোপচারেহি পূজেমি পূজেমি পূজেমি। ইমিনা পূজা-সক্কারানুভাবেন য়াব নিব্বানস্স পত্তি তাব জাতি জাতিয়ং সুখং সম্পত্তি সমঙ্গি ভূতেন সংসারত্বা নিব্বানং পাপুনিতু পত্থনং করোমি।
পঞ্চশীল গ্রহনের নিয়ম
প্রথমে বুদ্ধ বন্দনা
বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সঙ্ঘং বন্দামি।
দুতিয়ম্পি- বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সঙ্ঘং বন্দামি।
ততিয়ম্পি- বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সঙ্ঘং বন্দামি।
ভিক্ষু বন্দনা
ওকাস বন্দামি ভন্তে দ্বারত্তযেন কতং সব্বং অপরাধং খমতু মে ভন্তে।
দুতিয়ম্পি- ওকাস বন্দামি ভন্তে দ্বারত্তযেন কতং সব্বং অপরাধং খমতু মে ভন্তে।
ততিয়ম্পি – ওকাস বন্দামি ভন্তে দ্বারত্তযেন কতং সব্বং অপরাধং খমতু মে ভন্তে।
পঞ্চশীল প্রার্থনা
ওকাস অহং ভন্তে ত্রিসরণেন সহ পঞ্চসীলং ধম্মং যাচামি অনু¹হং কত্বা সীলং দেথ মে ভন্তে।
দুতিয়ম্পি- ওকাস অহং ভন্তে ত্রিসরণেন সহ পঞ্চসীলং ধম্মং যাচামি অনু¹হং কত্বা সীলং দেথ মে ভন্তে।
ততিয়ম্পি- ওকাস অহং ভন্তে ত্রিসরণেন সহ পঞ্চসীলং ধম্মং যাচামি অনু¹হং কত্বা সীলং দেথ মে ভন্তে।
এরপর ভিক্ষু বলবেন
ভিক্ষু- যমহং বদামি তং বদেথা ( একজন হলে বদেহি)
গৃহী- আম ভন্তে।
ভিক্ষু- নমোতস্স ভগবতো অরহতো সম্মাসম্বুদ্ধস্স।
গৃহী- নমোতস্স ভগবতো অরহতো সম্মাসম্বুদ্ধস্স। (তিনবার)
এরপর ত্রিশরণ ভিক্ষুর সাথে সাথে বলতে হবে
বুদ্ধ সরণং গচ্ছামি,
ধম্মং সরণ গচ্ছামি,
সঙ্ঘং সরণং গচ্ছামি ।
দুতিযম্পি- বুদ্ধ সরণং গচ্ছামি,
দুতিযম্পি- ধম্মং সরণ গচ্ছামি,
দুতিযম্পি- সঙ্ঘং সরণং গচ্ছামি ।
ততিয়ম্পি- বুদ্ধ সরণং গচ্ছামি,
ততিয়ম্পি- ধম্মং সরণ গচ্ছামি,
ততিয়ম্পি- সঙ্ঘং সরণং গচ্ছামি ।
ভিক্ষু- তিসরণ গমনং সম্পন্নং।
গৃহী- আম ভন্তে।
১. পানাতি পাতা বেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।
২. আদিন্নদানা বেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।
৩. কামেসু মিচ্ছাচারা বেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।
৪. মুসাবদাবেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।
৫. সুরা মেরেয় মজ্জ পমাদট্ঠানা বেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।
ভিক্ষু- সাধু, সাধু, সাধু, ইমং তিসরণেন সহ পঞ্চসীলং ধম্মং সাধুকং সুরক্খিতং কত্বা অপ্পমাদেন সীলং সম্পাদেথ।
অষ্টশীল গ্রহনের নিয়ম
প্রথমে বুদ্ধ বন্দনা
বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সঙ্ঘং বন্দামি।
দুতিয়ম্পি- বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সঙ্ঘং বন্দামি।
ততিয়ম্পি- বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সঙ্ঘং বন্দামি।
এর পর ভিক্ষু বন্দনা
ওকাস বন্দামি ভন্তে দ্বারত্তযেন কতং সব্বং অপরাধং খমতু মে ভন্তে।
দুতিয়ম্পি- ওকাস বন্দামি ভন্তে দ্বারত্তযেন কতং সব্বং অপরাধং খমতু মে ভন্তে।
ততিয়ম্পি – ওকাস বন্দামি ভন্তে দ্বারত্তযেন কতং সব্বং অপরাধং খমতু মে ভন্তে।
এরপর পঞ্চশীল প্রার্থনা
ওকাস অহং ভন্তে ত্রিসরণেন সহ অষ্টাঙ্গ সমন্নগতং উপসথোসীলং ধম্মং যাচামি অনু¹হং কত্বা সীলং দেথ মে ভন্তে।
দুতিয়ম্পি- ওকাস অহং ভন্তে ত্রিসরণেন সহ অষ্টাঙ্গ সমন্নগতং উপসথোসীলং ধম্মং যাচামি অনু¹হং কত্বা সীলং দেথ মে ভন্তে।
ততিয়ম্পি- ওকাস অহং ভন্তে ত্রিসরণেন সহ অষ্টাঙ্গ সমন্নগতং উপসথোসীলং ধম্মং যাচামি অনু¹হং কত্বা সীলং দেথ মে ভন্তে।
এরপর ভিক্ষু বলবেন
ভিক্ষু- যমহং বদামি তং বদেথা ( একজন হলে বদেহি)
গৃহী- আম ভন্তে।
ভিক্ষু- নমোতস্স ভগবতো অরহতো সম্মাসম্বুদ্ধস্স।
গৃহী- নমোতস্স ভগবতো অরহতো সম্মাসম্বুদ্ধস্স। (তিনবার)
এরপর ত্রিশরণ ভিক্ষুর সাথে সাথে বলতে হবে
বুদ্ধ সরণং গচ্ছামি,
ধম্মং সরণ গচ্ছামি,
সঙ্ঘং সরণং গচ্ছামি ।
দুতিযম্পি- বুদ্ধ সরণং গচ্ছামি,
দুতিযম্পি- ধম্মং সরণ গচ্ছামি,
দুতিযম্পি- সঙ্ঘং সরণং গচ্ছামি ।
ততিয়ম্পি- বুদ্ধ সরণং গচ্ছামি,
ততিয়ম্পি- ধম্মং সরণ গচ্ছামি,
ততিয়ম্পি- সঙ্ঘং সরণং গচ্ছামি ।
ভিক্ষু- তিসরণ গমনং সম্পন্নং।
গৃহী- আম ভন্তে।
১.পানাতি পাতা বেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।
২.আদিন্নদানা বেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।
৩.অব্রহ্ম চরিয়া বেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।
৪.মুসাবদাবেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।
৫.সুরা মেরেয় মজ্জ পমাদট্ঠানা বেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।
৬.
ভিক্ষু- সাধু, সাধু, সাধু, ইমং তিসরণেন সহ পঞ্চসীলং ধম্মং সাধুকং সুরক্খিতং কত্বা অপ্পমাদেন সীলং সম্পাদেথ।