এ এক নীরবতার আলো। সবগীয় মুহুত’। লণ্ঠনের আলোয় নিজেদের আলোকিত করে বার্ষিক প্রার্থনায় অংশগ্রহণ করলেন ১হাজার ২৫০ জন বৌদ্ধ ভিক্ষু সহ হাজার হাজার পুণ্যার্থী। ধর্মীয় ক্যালেন্ডারের ৩য় লুনার মাস মাখা বুচা ডে নামে পরিচিত। এটি থাই ক্যালেন্ডারে ও একটি গুরুত্ব পূন’ ছুটির দিন ও ক্যান্ডেল লাইট উৎসবের বর্ণিল মুহুত’।
১১ ফেব্রুয়ারি উত্তর ব্যাংককের ওয়াট পেরা ধম্মাকায়া সেন্টারের বাইরের ১ হাজার একর জায়গা জুড়ে প্রার্থনার মধ্য দিয়ে এই বিশেষ দিন পালিত হয়েছে।১৯৭০ সালে এই সেন্টারের গোড়া পত্তন হয়েছিল। গৈরিক বসনে বৌদ্ধ ভিক্ষুরা নিজেদের মগ্ন করেছিল শুদ্ধতার এ প্রার্থনায়।
হাজারো মানুষের এই নীরবতা তা যেন নির্দেশ করেছিল প্রার্থনার পবিত্র শক্তির কথা।