গত ১০ ফেব্রুয়ারি, শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায় লাভ লেইনস্থ থাইওয়া রেষ্টুরেন্টে বাংলাদেশ বুড্ডিস্ট লিডার্স ফোরামের সাধারণ সভা ডা. উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও মিথুন বড়ুয়ার সঞ্চলনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামীলীগের উপ-দপ্তর বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বিপ্লব কুমার বড়ুয়া। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা স্বজন কুমার তালুকদার, দুলাল কান্তি বড়ুয়া দুলু, জয়সেন বড়ুয়া, কৃষিবিদ পুলক কান্তি বড়ুয়া, ত্রিদ্বীপ কুমার বড়ুয়া, বিজয় কুমার বড়ুয়া, টিংকু বড়ুয়া, উত্তম কুমার বড়ুয়া, চৌধুরী প্রকাশ বড়ুয়া, প্রণব রাজ বড়ুয়া, বিনা রানী চৌধুরী, স্বপন বড়ুয়া, যুবনেতা এড. দীর্ঘতম বড়ুয়া, অপু বড়ুয়া, সনত বড়ুয়া, কাজল প্রিয় বড়ুয়া, প্রণয় কান্তি বড়ুয়া, পলাশ বড়ুয়া, সিজার বড়ুয়া, অন্ন কুমার বড়ুয়া, সুপায়ন বড়ুয়া, সুপ্রিয় বড়ুয়া, প্রকৌশলী প্রদীপ কুমার বড়ুয়া, তাপস বড়ুয়া, সুজিত কুমার বড়ুয়া, রেবা বড়ুয়া, তপু বড়ুয়া, মহিলা নেত্রী ঝর্ণা বড়ুয়া, ববিতা বড়ুয়া, চৌধুরী দোলা বড়ুয়া, মানসী বড়ুয়া, সোমা বড়ুয়া, রূপন বড়ুয়া, পুষ্পেন্দু বড়ুয়া, বোধিমিত্র বড়ুয়া, চন্দন বড়ুয়া, রজত বড়ুয়া রিকু, ছাত্রনেতা রুমেল বড়ুয়া রাহুল, সৌমেন বড়ুয়া, প্লাবন বড়ুয়া, রাজেশ বড়ুয়া, অরূপ বড়ুয়া, মিন্টু বড়ুয়া অপু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বলেই, সকল সম্প্রদায় শান্তিপূর্ণভাবে উৎসবের আমেজে নিজ নিজ ধর্ম চর্চা করতে পারছে। একটি গোষ্ঠী দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্ঠায় লিপ্ত। নিজেদের ঐক্যবদ্ধ রেখে রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে দেশরতœ আওয়ামীলীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করায় বুড্ডিস্ট লিডার্স ফোরামের মূল্য লক্ষ্য হতে হবে।
অনুষ্ঠিতব্য সাধারণ সভায় বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক সভ্যগণ সংগঠন পরিচালনার ক্ষেত্রে স্ব-স্ব মতামত ব্যক্ত করেন। সভায় সংগঠনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির অনুমোদন নেওয়া হয়।