1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১১:২০ অপরাহ্ন

ভগবান বুদ্ধের করুণাগাথা

প্রতিবেদক
  • সময় সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৩০৩ পঠিত

পায়ে পায়ে খুঁজে নিন শান্তি ও সৌভাগ্যকে। নতুন রূপে আবিষ্কার করুন।

অশোক কীর্তি:

সাঁচি খ্রস্টপূর্ব তিন শতকে সম্রাট অশোক নির্মিত বৌদ্ধস্তূপের জন্য প্রসিদ্ধ৷ মৌর্যসম্রাট চন্দ্রগুপ্তের পুত্র বিন্দুসারের মৃত্যুতে পুত্র অশোক ভাইদের হত্যা করে সিংহাসনে বসেন৷ কলিঙ্গ যুদ্ধের হতাহতের দৃশ্য প্রত্যক্ষ করে সম্রাট বৌদ্ধধর্মে দীক্ষা নেন এই সাঁচিতেই৷ অতঃপর সারা দেশজুড়ে বৌদ্ধধর্ম প্রচারে ব্রতী হন অশোক৷ বৌদ্ধধর্ম প্রচারের জন্য তিনি সারা ভারতে প্রায় ২৬ হাজার স্তূপ নির্মাণ করেন৷ এবং পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাকে সুদূর লঙ্কায় পাঠান বৌদ্ধধর্মের বাণী প্রচারে৷ অশোকের এই বৌদ্ধধর্ম প্রচারের অন্যতম কেন্দ্র সাঁচি। দীর্ঘকাল অজ্ঞাত থাকার পর সাঁচিকে নতুন করে আবিষ্কার করে ১৮৮১-তে ব্রিটিশরা৷

সাঁচির স্তূপ:

সাঁচির মূল আকর্ষণ শান্ত পরিবেশে পাহাড়ের মাথায় তার স্তূপগুলি৷ ১৬.৪ মি উঁচু আর ৩৬.৫ মি ব্যাসবিশিষ্ট গোলার্ধের আকারের প্রথম স্তূপটি মৌর্য সম্রাট অশোকের হাতে শুরু হয়ে শেষ হয় তাঁর উত্তরপুরুষের হাতে৷ অতীতের ইটে গড়া স্তূপের উপর আস্তরণ লাগানো হয়েছে পাথরের৷ চারপাশ রেলিং দিয়ে ঘেরা৷ চারটি প্রবেশ তোরণ চারদিকে৷ তোরণগুলোর কারুকার্য ও স্থাপত্য দেখার মতো৷ জাতক কাহিনি উৎকীর্ণ করা আছে স্তূপের তোরণের গায়ে৷

প্রতীকী পদ্ম:

দক্ষিণদ্বরে আছে বুদ্ধের জন্মের প্রতীকী পদ্ম। পদ্মের উপর মায়াদেবী দাঁড়িয়ে৷ মস্তকে জল সিঞ্চন করছে দু’পাশের দুই হাতি৷ অদূরে ভগ্নাবস্থায় ১২.৮ মি উঁচু ১০ নম্বর অশোকস্তম্ভ, যার উপরে ছিল সিংহ মূর্তি৷ এমনই সিংহ মূর্তি রয়েছে সারনাথেও যা ভারত রাষ্ট্রের প্রতীক৷ উত্তরদ্বারে রয়েছে আম্র বৃক্ষতলে বুদ্ধের ধর্ম-বক্তৃতার ভাস্কর্য৷ তাঁর পা থেকে জ্যোতি বেরোচ্ছে৷ ভগ্নাবস্থায় ধর্মচক্রটিও রয়েছে উত্তরদ্বারের শিরে৷

বোধিবৃক্ষ:

এছাড়া সাঁচির নতুন আকর্ষণ সারনাথের আদলে সিংহলের বৌদ্ধ সমাজের গড়া নতুন বিহারে বুদ্ধ শিষ্যের দেহাবশেষ৷ এরই বিপরীতে রয়েছে সিংহল থেকে আনা বোধিবৃক্ষ৷ এছাড়াও রয়েছে অতীতকালের নানা মন্দির, নানা বিহার বৌদ্ধতীর্থ সাঁচিতে৷ আর হয়েছে গুপ্তকাল থেকে চতুর্থ শতকের স্থাপত্যের ও ভাস্কর্যের সংগ্রহ নিয়ে প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম পাহাড়ের পাদদেশে৷ শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা৷

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!