খাগড়াছড়ি: জেলার আলুটিলা এলাকায় ট্রাক চাপায় নিহতদের স্মরণে শনিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলন করেছে সাংবাদিক-উন্নয়নকর্মী-সংস্কৃতিকর্মী-শিক্ষার্থীসহ নানা শ্রেনী পেশার মানুষ। পৌর টাউন হল প্রাঙ্গণে প্রদীপ প্রজ্জলন করা হয়। এসময় নিহত ও আহতদের স্মরণে এক মিনিটের নীরবতাও পালন করা হয়। একমিনিট নীরবতা শেষে মোমবাতি হাতে পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে শাপলা চত্বর অভিমুখে শোক র্যালী বের করা হয়।
প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠানে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজম, সহ-সভাপতি প্রদীপ চৌধুরী, সাধারণ সম্পাদক কানন আচার্য, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি দীলিপ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ, জ্যেষ্ঠ সাংবাদিক এইচ এম প্রফুল্ল, উন্নয়নকর্মী মথুরা বিকাশ ত্রিপুরা, কবি ও সাহিত্যিক চিংলামং চৌধুরী, সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শুক্রবার বেলা ১১টায় জেলার মাটিরাঙা উপজেলার আলুটিলা এলাকার বৌদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পূণ্যার্থীদের চাপা দিলে ৮জন নিহত ও ৯জন আহত হয়।