রাজধানীর সবুজবাগ থানাধীন বাসাবো এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ ও ২০১৭ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় কমলাপুরের ঐতিহ্যবাহী ধর্মরাজিক মহা বিহারের ধর্মরাজিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা-সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,কদমতলা স্কুল এন্ড কলেজের সভাপতি মো. ইয়াহিয়া সোহেল। বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব অধ্যক্ষ ড. প্রনব কুমার বড়ুয়া,পুলিশের প্রাক্তন ডি.আই.জি ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ সভাপতি পি আর বড়ুয়া, বাংলাদেশ সরকারের (অব.) যুগ্ন সচিব রণজিৎ কুমার বড়ুয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য প্রমথ বড়ুয়া। আরো উপস্থিত ছিলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুড্ডিষ্ট ষ্টাডিস বিভাগের অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, নন্দিতা বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া, সিনিয়র শিক্ষক মো. তোফাজ্জল হোসেন, ও জ্ঞান বিকাশ বড়ুয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।