সুপ্রিয় চাকমা শুভ
পার্বত্য চট্রগ্রাম প্রতিনিধি
প্রতি বছর ন্যায় এবারও ধর্মীয় ভাব মর্যাদায় রাঙামাটি রাজবন বিহারে শ্রাবক বুদ্ধ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ৫ম তম পরিনির্বাণ দিবসটি রাঙামাটি রাজবন বিহারে পালিত হয়েছে। গত ৩০ জানুয়ারি পরমপূজ্য সাধনানন্দ মনহাস্থবির(বনভান্তে) ৫ম পরিনির্বাণ বার্ষিকী রাজবন বিহারে ধর্মীয়ভাব গাম্ভীর্যপূর্ণ মধ্যে দিয়ে সুসম্পন্ন করা হয়।সকাল ৯ ঘটিকায় পূজনীয় ভিক্ষুসংঘ অনুষ্ঠান মঞ্চে আগমন এবং আসন গ্রহন করেন। এর ধারাবাহিকতায় ধর্মীয় উদ্ভোধনী সংগীত পরিবেশন করেন বাবু রঞ্জিত দেওয়ান। পঞ্চশীল প্রার্থনা করেন রাজবন বিহারের উপাসক-উপাসিকা পরিষদের সম্পাদক বাবু অমিয় কান্তি খীসা।
এই অনুষ্ঠানে বুদ্ধমুর্তি দান, অষ্টপরিস্কার দান, সংঘদানসহ নানাবিধ দানানুষ্ঠান সম্পাদন করা হয়।স্বাগত ভাষণ প্রদান করেন রাজবন বিহারের পরিষদের সভাপতি বাবু গৌতম দেওয়ান এবং রাজবন বিহারের পরিষদের পৃষ্ঠপোষক চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়।
এই অনুষ্ঠানে হাজার হাজার পূণ্যার্থীদের মাঝে উপস্থিত ছিলেন প্রাক্তন উপমন্ত্রী বাবু মনিস্বপন দেওয়াসহ সরকারী-বেসরকারি কর্মকর্তাগণ।
ধর্মীয় দেশনা প্রদান করেন শ্রদ্ধেয় জ্ঞানপ্রিয় মহাথের মহোদয় আর বনভান্তের শিষ্যসংঘের প্রধান তথা রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রদ্ধেয় প্রজ্ঞালংকার মহাথের মহোদয়।
অনুষ্ঠান শেষে পরমপূজ্য বনভান্তের রেকর্ডকৃত অমীয় ধর্মদেশনা বাজানো মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।