রাউজানে শৈশব স্মৃতি বিজড়িত রাউজানে সংবর্ধিত হলেন ছড়া সম্রাট সুকুমার বড়ুয়া। পাঠ্য বইয়ে যার ছড়া ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে আনন্দের শিহরণ ছড়ায় তাঁকে কাছাকাছি স্বচক্ষে দেখে আপ্লুত হন বিদ্যালয়ে অধ্যায়নরত কয়েক শতাধিক কোমলমতি শিক্ষার্থী। খ্যাতিমান এই ছড়াকার তাঁর স্বরচিত কিছু জনপ্রিয় ছড়া পাঠ করে শিক্ষার্থীসহ অনুষ্ঠানে আগত দর্শকদের মাতিয়ে রাখেন। গতকাল শুক্রবার উপজেলার সুলতানপুর গ্রামের কুন্ডেশ্বরী এলাকার নর্থ পয়েন্ট ন্যাশনাল স্কুলের পক্ষ হতে ছড়াকার সুকুমার বড়ুয়াকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় সুকুমার বড়ুয়ার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। স্কুলের অধ্যক্ষ নরেন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি ছিলেন ছড়া সম্রাট সুকুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, রাউজান প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন রানা, দীপক বড়ুয়া, মনছুর মিয়া, সাংবাদিক মো. হাবিবুর রহমান, স্বদেশ দাশ গুপ্ত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পলাশ মজুমদার। বক্তব্য রাখেন ফাতেমা আকতার, সেলিনা আকতার, পূজা দাশ, সীমা বৈদ্য, শাবনুর জাহান, জোনাকি দাশ, আফসানা তালুকদার, সিপ্রা চৌধুরী, তুলি দত্ত। অনুষ্ঠানে কবিতা, গান, ছড়া পরিবেশন করেন প্রিমা, প্রীতম সরকার, জয় মল্লিক, নিগার সুলতানা, অপর্ণা চৌধুরী।