তপু বড়ুয়া রবি
চট্রগ্রাম: বাংলাদেশী বৌদ্ধ যুবকদের অন্যতম নিবেদিত সংগঠন বুড্ডিস্ট ইয়থ ফেস্টিভল গ্রুপ , বাংলাদেশ গৌরবময় পথচলার ছয়বছর পর প্রথমবারের মত পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।কমিটিতে কল্লোল বড়ুয়াকে সভাপতি এবং প্রকৌশলী মিহির বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে ৭৩ সদস্য বিশিস্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। যা গত ২৭ জানুয়ারী শুক্রবার, জামালখানে বুড্ডিস্ট ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সবার সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।
পাশাপাশি চারূ উত্তম বড়ুয়াকে চেয়ারম্যান এবং প্রকৌশলী অভিজিৎ বড়ুয়াকে সদস্য সচিব করে ১২ সদস্য বিশিষ্ট একটি Steering Committee গঠিত হয়।
বুড্ডিস্ট ইয়ূথ ফেস্টিভল গ্রুপ বাংলাদেশ(বিওয়াইএফজি)র নাম ফেস্টিভল থেকে ফ্রেন্ডশীপে পরিবর্তন, আগামী মে-জুনে ঢাকায় ৪র্থ বৌদ্ধ যুব উৎসব উদযাপন, ক্যারিয়ার বিষয়ক কর্মশালা, মুক্তিযোদ্ধাদের সম্মাননাসহ সকল ধর্মীয় এবং জাতীয় দিবস উদযাপনের একটি বার্ষিক কর্ম পরিকল্পনা সকলের অনুমোদনে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে সকলের অংশগ্রহণে শপথবাক্য পাঠকরেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মিহির বড়ুয়া।সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদস্য।