উদীয়মান তরুন কবি “রুমি চৌধুরীর” প্রথম কাব্যগ্রন্থ “নীল দিগন্তের ছায়া সংগী”র প্রকাশনা অনুষ্ঠান গত ২৭ জানুয়ারি, শুক্রবার বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবস্থ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক, মুক্তিযোদ্ধা, শহীদ জায়া ও ভগ্নী বেগম মুশতারী শফী, উদ্বোধক ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও রম্যলেখক সত্যব্রত বড়ুয়া। বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক ড.আনোয়ারা আলমের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ২০১৭ সালে বাংলা একাডেমীর সাহিত্য পুরষ্কার প্রাপ্ত, শিশু সাহিত্যিক ও সাংবাদিক জনাব রাশেদ রউফ, কবি ও নাট্যজন অধ্যাপক সনজীব বড়ুয়া এবং প্রাবন্ধিক ও লতিফা সিদ্দিকা কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া। অতিথিবৃন্দের সাথে বইয়ের মোড়ক উন্মোচন করেন কবির মা চিনু রানী বড়ুয়া, কবির স্বামী বাবু দোদুল কান্তি বড়ুয়া, বৌদ্ধ সমিতি-মহিলার সভানেত্রী পূরবী বড়ুয়া ও সাধারন সম্পাদক ববি বড়ুয়া এবং বাংলাদেশ সাহিত্য চর্চা ও বিকাশ কেন্দ্রেরর সহ-সভাপতি এম এ হাশেম।আমার সঞ্চালনায় নান্দনিক এই অনুষ্ঠানে কবি রুমি চৌধুরীর কবিতা আবৃত্তি করেন শিল্পী প্রবীর পাল ও সুপ্রিয়া চৌধূরী। কবির লিখা গান পরিবেশন করেন বেতার ও টেলিভিশন শিল্পী জয়া বড়ুয়া।