সৌমিক বড়ুয়া অভি,
বিশেষ প্রতিনিধি
চট্রগ্রাম: মিরসরাই উপজেলার মায়ানী গৌতম বিহার কমপ্লেক্সে’র বোধিধ্রুমমূলে ভদন্ত বিশুদ্ধি ভিক্ষু মহোদয় নির্মিত মনোরম অষ্টবিংশতি বুদ্ধমূতি প্রতিস্থাপন, বুদ্ধের পুতাস্থি (ধাতু) উৎসর্গ, গণপ্রব্রজ্যা, উপসম্পদা, ব্যূহচক্র মেলা,সংঘরাজ ও উপসংঘরাজগণের সংবর্ধনা ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গত ২৬ জানুয়ারি অনুষ্ঠানের সূচনা হয় এবং আজ ২৮ জানুয়ারি অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হবে তিন দিন ব্যাপী নল এ বিশাল যজ্ঞ।গতকাল ২য় দিনের অনুষ্টানে এই উপলক্ষে আলোচনা সভায় উপসংঘরাজ শাসন শোভন, ড. জ্ঞানশ্রী মহাথের মহোদয়ের সভাপতিত্বে, অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রধান ধম্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. জিনবোধি মহাথের বিশেষ অতিথি হিসেবে সাবেক শিল্প মন্ত্রী দিলীপ বডুয়া, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীসহ থাইল্যান্ড ও শ্রীলঙ্কার বিশেষ প্রতিনিধিবৃন্দ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনৈতিক, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা ও বৌদ্ধ ধর্মীয় বিভিন্ন স্তরের ধর্মালোচক বক্তব্য রাখেন।বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সভাপতি, মায়ানী গৌতম বিহারের আধুনিক রুপকার,তিনদিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনের গর্বিত আয়োজক পুজনীয় ভদন্ত জিনালংকার মহাথেরো ‘র উদ্ভোধনী ভাষন প্রদান করেন। অনুষ্টানে ভদন্ত বিশুদ্ধি ভিক্ষু মহোদয় কে নব নির্মিত মনোরম অষ্টবিংশতি বুদ্ধমূতির জন্য সংবর্ধিত করা হয়এই ধর্মীয় সম্মেলন উপলক্ষে মায়ানী গৌতম বিহার কমপ্লেক্স সংলগ্ন মাঠে তিনদিন ব্যাপী ব্যূহচক্র মেলার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে মিরসরাই উপজেলা ছাড়াও সারা দেশ থেকে হাজার হাজার পূর্ণার্থী অংশ নেয়।