গত ২৪ শে জানুয়ারী রোজ মঙ্গলবার ২০১৭ইং, বিকাল ৩ টায় লালখান বাজারস্থ ইন্জিনিয়ার ইনষ্টিটিউটদ ২য় তলা গৃহায়ান অফিসে বুদ্ধজ্যোতি আর্ন্তজাতিক সংস্থার (B,L,I,A)নির্বাহী কমিটি জানুয়ারী ২০১৭- ডিসেম্বর ২০১৯ ইং, ৩ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।উক্ত কমিটিতে নতুন সদস্যদের নাম – ভদন্ত, তিলোকা বংশ থের, ধর্মীয় শিক্ষক। ভদন্ত, সুপালাবংশ থের, ধর্মীয় শিক্ষক। ১। অধ্যাপক প্রকৌশলী মৃনাল কান্তি বড়ুয়া, সভাপতি ২।মিঃ দুলাল কান্তি বড়ুয়া, সহ-সভাপতি। ৩।মিঃ স্বদেশ কুসুম চৌধুরী,সহ-সভাপতি। ৪।মিঃ বরুণ বড়ুয়া, সহ-সভাপতি। ৫।মিঃ উদয়ন বড়ুয়া, সাধারণ সম্পাদক। ৬। প্রকৌশলী প্রদীপ বড়ুয়া-পরিচালক,অর্থ। ৭।ত্রিদিপ বড়ুয়া,পরিচালক-সাংগঠনিক। ৮।মিঃ স্বপন বড়ুয়া,পরিচালক- প্রকাশনা। ৯। মিসেস কেমি বড়ুয়া মুক্ত,পরিচালক-ধর্মীয়। ১০।মিঃ সুমিত্র বিকাশ বড়ুয়া, পরিচালক-প্রচার। ১১।মিঃ টিংকু বড়ুয়া, পরিচালক- সমাজ কল্যাণ। ১২। অধ্যাপক তুষার কান্তি বড়ুয়া, পরিচালক-সদস্য উন্নয়ন। ১৩।মিসেস পারিকা রাণী বড়ুয়া, পরিচালক- ত্রাণ। ১৪।মিঃপ্রণবরাজ বড়ুয়া, পরিচালক-সাংস্কৃতিক। ১৫। মিঃ বিজয় বড়ুয়া, পরিচালক-ভাষা। ১৬। অনুপমা বড়ুয়া, পরিচালক-দপ্তর। ১৭। মিসেস পূরবী বড়ুয়া, পরিচালক-শিক্ষা।