সুমন বড়ুয়া রাজ
চট্টগ্রামের রাউজান উপজেলায় শতবর্ষোত্তীর্না শিক্ষানিকেতন মহামুনি এংলো-পালি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্ভাষণ জ্ঞাপন, নবীন বরণ, বার্ষিক পুরষ্কার বিতরণ ও বৃত্তিপ্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে গত ২৬ জানুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কনফিডেন্স সিমেন্ট লিঃ ব্যবস্থাপনা পরিচালক লায়ন রূপম কিশোর বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম। সংবর্ধেয় অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষিকা নাসরিন আকতার। বিদ্যালয়ের শিক্ষকদ্বয় শেখর ঘোষ ও প্রদীপ ভট্টাচার্যের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীনহার গ্রুপ অব কোম্পানিজের নির্বাহী পরিচালক দেবব্রত বড়ুয়া, ৯ নং পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন, অনুপম বড়ুয়া বাবুল ও মোজাহেরুল আলম চৌধুরী।বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ইউরি বড়ুয়া ও তুষার সেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে একাডেমিক পুরষ্কার, ক্রীড়া পুরষ্কার, নিরঞ্জন লতিকা স্মৃতি বৃত্তি, গগণ চন্দ্র বড়ুয়া স্মৃতিবৃত্তি, জ্যোতিময় প্রীতিময়ী স্মৃতি বৃত্তি ও মনিরুননেছা স্মৃতি বৃত্তি প্রদান করা হয়। সেই সাথে কার্যদিবসে শতভাগ উপস্থিত থাকায় বিদ্যালয়ে দুই শিক্ষকদ্বয় নাসরিন আকতার ও প্রদীপ ভট্টাচার্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভায় ১২০ জন বিদায়ী এসএসসি পরিক্ষার্থীকে শিক্ষকদের পক্ষ হতে ফুল দিয়ে শুভ কামনা জানানো হয় এবং দুই বিদায়ী শিক্ষার্থী ৬ষ্ঠ শ্রেণীর দুই নবীন শিক্ষার্থীকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন। সভা শেষে বিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।