আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারী ২০১৭, বৃহস্পতি, শুক্র ও শনিবার চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলাধীন নিজামপুর পরগণার শতাব্দীর প্রাচীনতম মায়ানী গৌতম বিহার কমপ্লেক্স’র
বোধিধ্রুমমূলে অষ্টবিংশতি বুদ্ধমূর্তি প্রতিস্থাপন, বুদ্ধের পুতাস্থি (ধাতু) উৎসর্গ, গণপ্রব্রজ্যা, উপসম্পদা, ব্যূহচক্র মেলা, সংঘরাজ ও উপসংঘরাজগণের সংবর্ধনা এবং বৌদ্ধ ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে যথাক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ও সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া। প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন বর্তমান বাংলাদেশের বুদ্ধ শাসনের আলোকিত দেশকগণ ও শাসনের কর্ণধার প্রায় তিনশতাধিক ভিক্ষুসংঘ। এছাড়াও তিন দিনব্যাপী এ পুণ্যময় অনুষ্ঠানে প্রাজ্ঞ-পণ্ডিত মহান ভিক্ষুসংঘ, বৌদ্ধ প্রতিরূপ দেশের প্রতিনিধিবৃন্দ ও বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, প্রশাসনিক কর্মকর্তা, কুটনৈতিকবৃন্দ এবং বৌদ্ধ নেতৃবন্দ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সম্প্রচারের জন্য ৫টি টেলিভিশন চ্যানেল সহ অনলাইন youtube channel-এ সরাসরি সম্প্রচার করা হবে।
উক্ত অনুষ্ঠানে সারম্ভরে উপস্থিত হয়ে পুণ্যসঞ্চয় করার জন্য উদযাপন কমিটির পক্ষ থেকে মৈত্রীপূর্ণ আহ্বান করা যাচ্ছে।
পথপরিচিতিঃ- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর কলেজ নেমে পশ্চিমে সিএনজি যোগে মায়ানী বড়ুয়া পাড়া গৌতম বিহার কমপ্লেক্স।