ভদন্ত ধম্মবোধি ভিক্ষু
আজ ২৩ জানুয়ারি সোমবার ফটিকছড়ি থানার নানুপুর গ্রামে নানুপুর গৌতম বিহারের বিহারাধ্যক্ষ ফটিকছড়ি অষ্টগ্রাম ভিক্ষু সমিতির সভাপতি, সংঘরাজ ভিক্ষু মহামন্ডলও ধর্মীয় শিক্ষা পরিষদের উপদেষ্টা, পরম পূজনীয় ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের মহোদয়ের ৭১তম শুভ জন্মদিন মহাসমারোহে অনুষ্ঠিত হয়।উক্ত অনূষ্ঠানের সভাপতিত্ব করেন ভদন্ত প্রিয়ানন্দ মহাথের, প্রধানসদ্ধর্ম দেশক মহামণ্ডলের সহ সভাপতি ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথের, ভদন্ত সুগতপ্রিয় মহাথের ভদন্ত সুমনতিষ্য স্থবির মহামণ্ডলের সাধারণ সম্পাদক ভদন্ত বিপুল সেন থের, ভদন্ত বিপুলবংশ থের ,, ভদন্ত শীলদর্শী ভিক্ষু মহোদয় দেশনা করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাষ্টার বাবু বিধান চন্দ্র বড়ুয়া, বাবু নিলু কান্তি বড়ুয়া, ডাঃ নিদর্শন বড়ুয়া, বাবু ডাঃ মন্টু বিকাশ বড়ুয়া বাবু ধনজয় বড়ুয়া রুবেল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মঙ্গলাচরণ ভদন্ত নিরোধামিত্র ভিক্ষু, ভদন্ত অানন্দলংকার ভিক্ষু।অনুষ্ঠান সঞ্চলনা করেন ভদন্ত রতনশ্রী ভিক্ষু, বাবু রুবেল বড়ুয়া।
অনূষ্ঠানের ভিক্ষুসংঘের শ্রদ্ধেয় ভান্তেকে দীর্ঘজীবন কামনায় মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করা হয়।
অনুষ্টানে বক্তারা পূজনীয় ভান্তের ত্যাগময় জীবন নিয়ে বিশদ আলোচনা করেন।