মহান পুণ্য পুরুষ সংঘ মনীষা, চট্রগ্রাম বন্দর বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় ভদন্ত অার্যবংশ মহাথের মহোদয় আজ ২২ জানুয়ারি স্থানীয় সময় আনুমানিক সন্ধ্যা ৬ টায় নিজ জম্ম জনপদ মিরসরাইস্থ দমদমা শান্তি নিকেতন বিহারে সন্ধ্যার নাগাদ তিনি মৃত্যুবরন করেন। উনার মরা দেহ একমাস রাখা হতে পারে।
ভদন্ত রুপানন্দ ভিক্ষু জানান, মৃত্যুকালে ভান্তের বয়স ছিল ৫৬ (ভিক্ষু বয়স)। উনি নিজামপুর ভিক্ষু সংঘের সম্মানিত উপদেষ্টা পদে রত ছিলেন।
ভদন্ত আর্যবংশ মহাথের এর মৃত দেহ এক মাস ব্যাপী রাখার জন্য পেটিকাবদ্ধ অনুষ্টান আগামী ৩০ জানুয়ারি সোমবার দিন ধায্য করা হয়েছে । উক্ত দিনে অষ্টপরিষ্কার সহ সংঘদান ধম্মালোচনা এবং বিস্তারিত অনুষ্টানমালার আয়োজন করা হয় । এতে সকলের উপস্থিতি একান্ত ভাবে কামনা করা হয়েছে।
অনিচ্ছা বাতা সাংকারা।
আসুন সকলেই মিলে পূজনীয় ভান্তের জন্য পূন্যদান করুন।
সাধু, সাধু, সাধু।