ভদন্ত ধম্মবোধি ভিক্ষু
আগামীকাল ফটিকছড়ির আঞ্চলিক সংঘনায়ক ও নানুপুর গৌতমঅাশ্রম বিহারের অধ্যক্ষ, পরম শ্রদ্ধেয়, ভদন্ত শ্রদ্ধালংকার মহাস্থবির মহোদয়ের ৭১ তম জন্ম দিন।
পরম শ্রদ্ধেয় শ্রদ্ধালংকার মহাথের জন্মদিন উপলক্ষে শিষ্যসংঘ ও উপাসক উপাসিকাদের আয়োজনে অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হবে উক্ত অনুষ্টানের সভাপতি অাসন গ্রহণ করবেন নিজামপুর ভিক্ষু সমিতি সভাপতি ভদন্ত প্রিয়ানন্দ মহাথের ও প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের সহ সভাপতি ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথের, অারো উপস্থিত থাকবেন সংঘরাজ মহামণ্ডলের সাধারণ সম্পাদক ভদন্ত বিপুলসেন থের ও অষ্টগ্রামের সাংঘিক ব্যক্তিত্বগণ উপস্থিত থাকবেন।
বিবর্তন অনলাইনের পক্ষে শ্রদ্ধেয় ভান্তের জন্মদিনে বিনম্র শ্রদ্ধা সহ নিরোগ দীর্ঘজীবন কামনা করি।