পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী পূণ্যতীর্থ পাঁচরিয়া গন্ধকুঠি বিহারে আগামী ১৯-২০ জানুয়ারি বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিনব্যাপী শীলাবুদ্ধ ও বাইশ বুদ্ধের মেলা বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচীর মধ্যে র্কীতন সহকারে শীলাবুদ্ধ প্রাপ্তিস্থানে শ্রদ্ধা নিবেদন, মেলা র উদ্বোধন, অষ্ট পরিস্কারসহ মহতী সংঘদান ও ধর্মসভা আয়োজন করা হয়েছে।
এতে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রাজ্ঞ ভিক্ষু সংঘ সহ বৌদ্ধ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। উক্ত পূণ্যময় অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন বিহার পরিচালনা কমিটির সভাপতি শ্রীমৎ বোধিমিত্র মহাথেরো ও সাধারণ সম্পাদক দোলন বড়ুয়া।