1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন

২৮তম সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের মহোদয়ের ৮৫তম জন্ম-জয়ন্তী, মহাথের ও থের বরণ সম্পন্ন

প্রতিবেদক
  • সময় মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১৭
  • ১৪২৩ পঠিত

মহামান্য বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৮তম সংঘনায়ক, অনাথপিতা,মানবতাবাদী, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘের সহসভাপতি, বাংলা একাডেমীর ফেলো, একুশে পদকপ্রাপ্ত, সম্প্রতি মায়ানমার সরকার কতৃর্কঅগ্গমহাসদ্ধম্মজোতিকাধজ্জ-২০১৬ উপাধী প্রাপ্ত,ফ্রা বিশুদ্ধিবংশ ধর্মাধিপতি ভদন্ত শুদ্ধানন্দ মহাথের মহোদয়ের ৮৫তম জন্ম-জয়ন্তী এবং তাঁরই শিষ্য ভদন্ত পরমানন্দ থের (এম.এ), ভদন্ত ধর্মানন্দ থের (এম.এ)’র মহোদয়ের “মহাথের” বরণ ও ভদন্ত করুণানন্দ থের (এম.এ)’র ‘থের’ পদে বরণ গত ১৩ জানুয়ারি থেকে তিন দিন ব্যাপী নানা অনুষ্টান্মালায় রাংগুনিয়ার পদুয়ায় উদযাপিত হয়।
অনুষ্টানের দ্বিতীয় দিনে সকালে সংঘদান ও অষ্টপরিস্কার দান যথাযোগ্য ধর্মীয় ময্যাদায় সুসম্পন্ন করা হয়।উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-অনুনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথের মহোদয়।
১৫ জানুয়ারি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল আলম। প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, প্রাক্তন মন্ত্রী ড. হাছান মাহমুদ এম.পি। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রাক্তন মন্ত্রী কমরেড দীলিপ বড়ুয়া। প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যক্ষ ড. প্রণব কুমার বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে লায়ন এম, কে বশর।
অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের , উপ-সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের, উর্দ্ধতন সহ-সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের,ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের বোধিমিত্র মহাথের, সুমেধানন্দ মহাথের, করুণা শাস্ত্রী ভিক্ষু,মহোদয় দেশনা করেন ৷ অন্যান্যদের মধ্যে ডাঃ অধ্যাপক উত্তম বড়ুয়া, ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, মি. রঞ্জিত বড়ুয়া, নন্দিতা বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া , ড. সুব্রত বরণ বড়ুয়া প্রমূখ বক্তব্য রাখেন ।বক্তারা ২৮তম সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের’র ত্যাগময় জীবন কম’ নিয়ে বিশদ আলোচনা করেন।

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!