সুমন রাজ বড়ুয়া
বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েতের উদ্যোগে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ গত ১৫ ই জানুয়ারী রোজ রবিবার রাউজান হিংগলা ওয়ারাপুঞঞা অনাথ আশ্রম,ও হিংগলা গ্রামে সম্পন্ন হয়।
এই উপলক্ষে হিংগলা শান্তিধাম বিহার প্রাঙ্গণে বিকাল ৩ ঘটিকায় বিহারাধ্যক্ষ ভদন্ত মার্গরক্ষিত ভিক্ষুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েতের প্রাক্তন সভাপতি, সন্তোষ বড়ুয়া,সাংগঠনিক সম্পাদক স্বপন বড়ুয়া, প্রাক্তন প্রধান উপদেষ্টা মৃণাল বড়ুয়া,প্রাক্তন সাঃ সম্পাদক উৎপল কান্তি বড়ুয়া, হিংগলা শান্তিধাম বিহার কমিটির সাঃ সম্পাদক রতন বিকাশ চৌধুরী প্রমুখ।এতে আরো ও উপস্হিত ছিলেন রত্নপাল ভিক্ষু, জাতীয় দৈনিক সংবাদ পত্রিকার রাউজান প্রতিনিধি গাজী জয়নাল আবেদীন, বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েতের সহ ধর্মীয় সম্পাদক উওম বড়ুয়া, সদস্য সজল বড়ুয়া, সদস্য নিধু বড়ুয়া, তরুন সমাজ কর্মী সজীব বড়ুয়া বাপ্পী, হিংগলা শান্তিধাম বিহার, ওয়ারাপুঞঞা অনাথ আশ্রম পরিচালনা কমিটির কর্মকর্তাগন সহ এলাকার প্রমুখ গন্য মান্য ব্যক্তিবর্গ ও এলাকা বাসী। উল্লেখ্য, ওয়ারাপুঞঞা অনাথ আশ্রমের শিক্ষার্থী ও এলাকার দুঃস্হ গরীবদের মাঝে ১০০ টি শীতবস্ত্র ও ৭০ জন শিক্ষার্থীর মাঝে খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন।