অভিজিত বড়ুয়া বিভু
পানি খাই পেড ভরি
ন’খাই পেড”র বাইরে,
পানি শূণ্য হইলে আবার
রক্ষা ক’ন নাই রে।
পানি আছে নানা রকম
রঙিন সাদা কালা,
পানি খাই যার যা মত
জিয়ান লায় ভালা।
আইজকাল পানি লই
চলের আরেক তাল,
পানি লই কেউ কেউ
মারের ফাডা গাল।
ভান্তে আইলে বতল লই
ভান্তের কাছে যার,
নমস্কার গরি ইয়ান উইয়ান
কত কিছু ছার।
হায়য়ে সাদর পানি পড়া
জেয়তা গরের আধা মরা
পানি লই ভেল্কিবাজির
বাদ আছে কি আর।