1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন

প্রবাসী বৌদ্ধ পরিষদ,লেবাননের অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা সম্পন্ন

প্রতিবেদক
  • সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭
  • ৫২২ পঠিত

সবুজ বড়ুয়া

গত ১৪ই জানুয়ারী ২০১৭ ইংরেজী লেবাননে প্রবাসী সকল বৌদ্ধদের একাগ্র চিন্তাধারার মননে আত্মপ্রকাশ ঘটে প্রবাসী বৌদ্ধ পরিষদ,লেবানন নামক একটি ধর্মীয় ও সামাজিক সেবামূলক সংগঠন এর।এই উপলক্ষে লেবাননের রাজধানী বৈরুতের হামরা স্ট্রিটে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত হয় অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা।

সবুজ বড়ুয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন আহবায়ক কমিটির সভাপতি বাবু সত্যজিত চৌধুরী,প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ ও লেবাননের গনমাধ্যমকর্মী ও একুশে টিভির লেবানন প্রতিনিধি জনাব জসিম উদ্দিন সরকার,লোগো উন্মোচক ও প্রধান জ্ঞাতি হিসেবে আসন গ্রহণ করেন প্রবীন সাংগঠনিক ব্যক্তিত্ব বাবু দুলাল বড়ুয়া,বিশেষ অতিথি ও আলোচক হিসেবে আসন গ্রহন করেন বাবু মিকুন বড়ুয়া,বাবু বিজন বড়ুয়া,বাবু পুলক বড়ুয়া,বাবু নীহার রঞ্জন বড়ুয়া,বাবু শান্তনু বড়ুয়া।অনুষ্ঠানে মঙ্গলাচরণ পাঠ করেন বাবু জনি বড়ুয়া জিকন।শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক বাবু বিজন বড়ুয়া,স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সচিব বাবু সুমিত্র বড়ুয়া।সংক্ষিপ্তভাবে বক্তব্য প্রদান করেন যথাক্রমে বাবু নীহার রঞ্জন বড়ুয়া,পুলক বড়ুয়া,শান্তনু বড়ুয়া,জিতু বড়ুয়া,জনি বড়ুয়া।শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জনাব ফরহাদুল আলম,জনাব ইসমাইল সরকার, জনাব বেলাল উদ্দিন প্রমুখ।সর্বশেষে সভার সভাপতি বাবু সত্যজিত চৌধুরীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আহবায়ক কমিটি বিলুপ্তি ঘোষনা ও অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।কার্যকরী পরিষদকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি ও লোগো উন্মোচক বাবু দুলাল বড়ুয়া।
উল্লেখ্য, আগামী ২০১৭ ও ২০১৮ সালের জন্য পরিষদের পক্ষ থেকে একটি শক্তিশালী কার্যকরী পরিষদ গঠন করা হয় নিন্মে তা উপস্থাপন করা হলঃ উপদেষ্টা পরিষদ
প্রধান উপদেষ্টাঃ বাবু দুলাল বড়ুয়া।
সদস্যঃ বাবু তুষার বড়ুয়া।
সদস্যঃ বাবু সুজিত বড়ুয়া।(১)
সদস্যঃ বাবু মিকুন বড়ুয়া।
সদস্যঃ বাবু পুলক বড়ুয়া।
সদস্যঃ বাবু সুজিত বড়ুয়া।(২)
সদস্যঃ বাবু কমল বড়ুয়া।
সদস্যঃ বাবু নিধির বড়ুয়া।

কার্যকরী পরিষদ
সভাপতিঃ বাবু বিজন বড়ুয়া।
সহ-সভাপতিঃ বাবু তাপস বড়ুয়া।
সহ-সভাপতিঃ বাবু নীহার রঞ্জন বড়ুয়া।
সাধারণ সম্পাদকঃ বাবু সত্যজিত চৌধুরী।
সহ-সাধারণ সম্পাদকঃ বাবু সবুজ বড়ুয়া।
সহ-সাধারণ সম্পাদকঃ বাবু কানন বড়ুয়া।
সাংগঠনিক সম্পাদকঃ বাবু সুমিত্র বড়ুয়া।
সহ-সাংগঠনিক সম্পাদকঃ বাবু উৎপল বড়ুয়া বাবুন।
অর্থ সম্পাদকঃ বাবু জিতু বড়ুয়া।
সহ-অর্থ সম্পাদকঃ বাবু অভি বড়ুয়া।
ধর্মীয় সম্পাদকঃ বাবু শান্তনু বড়ুয়া।
সহ-ধর্মীয় সম্পাদকঃ বাবু আনন্দ বড়ুয়া।
প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ বাবু জনি বড়ুয়া জিকন।
সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ বাবু রাখাল বড়ুয়া।
সাংস্কৃতিক সম্পাদকঃ বাবু সজীব বড়ুয়া।
সহ-সাংস্কৃতিক সম্পাদকঃ বাবু বাপ্পী বড়ুয়া।
দপ্তর সম্পাদকঃ বাবু সৌরভ বড়ুয়া।
কার্যকরী সদস্যঃ বাবু ভিসুক বড়ুয়া।
কার্যকরী সদস্যঃ বাবু উত্তম বড়ুয়া।
কার্যকরী সদস্যঃ বাবু স্বদেশ বড়ুয়া।

আমরা প্রবাসী বৌদ্ধ পরিষদ লেবাননের সকল সদস্যবৃন্দ দেশ ও জাতির সম্মান সমুন্নত রেখে মানবতার স্বপক্ষে সর্বাত্নক সহযোগিতা করার অঙ্গীকার বদ্ধ।

জয়তু বুদ্ধ সাসনম ।

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!