1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ন

ডঃ শরনপাল প্রদত্ত বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

প্রতিবেদক
  • সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭
  • ৪৩৯ পঠিত

ভদন্ত ভিক্ষু ধম্মালংকার : কানাডার অন্টারিও অঙ্গরাজ্যের টরোন্টো মিসসিসাগাস্থ ওয়েস্ট ইয়েন্ড বুদ্ধিস্ট টেম্পল এন্ড মেডিটেশন সেন্টারের উপাধ্যক্ষ ডঃ ভান্তে শরণপাল কতৃক প্রদত্ত বৃত্তি প্রদান অনুষ্ঠান গত ৬ জানুয়ারী ২০১৭ শুক্রবার মধ্যম পোমরা গ্রামের ভান্তের নিজ জন্ম ভিটায় অনুষ্ঠিত হয়।

এতে বিদর্শন আচার্য শাসনপ্রিয় মহাথের, প্রাক্তন বিভাগীয় শিক্ষা অফিসার বাবু তরনীসেন বড়ুয়া, ইঞ্জিনিয়ার অমল কান্তি বড়ুয়া, এ্যাডভোকেট সুধীর রঞ্জন বড়ুয়া এবং বাবু যীশু বড়ুয়া কতৃক মনোনীত মধ্যম পোমরা, দক্ষিণ পোমরা, উত্তর পোমরা, সৈয়দবাড়ী, ইছামতি, শিলক, ঘাটচেক, পাহাড়তলি, কদল্পুর, মীরসরাই ,এবং পটিয়া অঞ্চলের স্কুল, কলে্‌জ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৪০ জন ছাত্র ছাত্রীকে মাসিক ১০০০ টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
এ বছর ডঃ ভান্তের অনুপস্থিতে বৃত্তি প্রাপ্ত ছাত্র ছাত্রীদের প্রাপ্ত বৃত্তি হস্তান্তর করেন বাবু তরনীসেন বড়ুয়া, বাবু মন্টু বিকাশ বড়ুয়া, মাষ্টার বাদল বড়ুয়া, মাষ্টার সুবীর বড়ুয়া, এ্যাডভোকেট সুধীর রঞ্জন বড়ুয়া, বাবু যীশু বড়ুয়া, শিক্ষক রিটন বড়ুয়া এবং বাবু নিধু বড়ুয়া। বৃত্তি প্রাপ্ত সকল ছাত্র-ছাত্রী তাদের বাবা মা নিকট আত্মীয় সহ গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
উল্লেখ্য যে, ডঃ ভান্তে নিজের প্রাপ্ত দান দক্ষিণায় অনগ্রসর, অবহেলিত, আর্থিক অসচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষা লাভের নিমিত্তে ২০১৫ সালে বৃত্তি প্রদান কর্মসূচি চালু করেন। এ বছর ৪০ জন ছাত্র ছাত্রীকে বৃত্তি প্রদান করা হলেও ডঃ ভান্তে যথাশীগ্র ১০০ জন ছাত্র-ছাত্রীকে মাসিক ১০০০ টাকা করে বৃত্তি প্রদান করার পরিকল্পনা গ্রহন করেছেন। ডঃ ভান্তের দেয় বৃত্তি লাভের পর উচ্চ শিক্ষায় উত্তীর্ণ হয়ে দুজন ছাত্র বাংলাদেশ পুলিশে মনোনীত হওয়ার সংবাদে ডঃ ভান্তে অপার আনন্দে আপ্লুত হয়েছেন।
সচেতন পাঠক জেনে পুলকিত হবেন আশাকরি, ডঃ ভান্তে পি এইচ ডি ডিগ্রি লাভের পর অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে চাকরির আহবান পেয়েও ধর্ম ও মানব কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার মহৎ চেতনায় সে সমস্ত আহবান প্রত্যাখান করে ধর্ম ও মানব কল্যাণে দিবা-রাত্র কাজ করে যাচ্ছেন। যুবক-যুবতী সহ মানব দরদী কিছু মানুষদের সাথে নিয়ে প্রতি বছর টরোন্টোস্থ গৃহহীন মানুষদের বিভিন্ন সামগ্রী দান করে চলেছেন। বাংলাদেশের বিভিন্ন বিহার নির্মাণে উল্লেখযোগ্য দান প্রদান সহ নিজ জন্মভুমি মাধ্যম পোমরা গ্রামের বিহার ভুমিতে দ্বিতল বিশিষ্ট ভাবনা হল নির্মাণ ডঃ ভান্তের অনন্য কীর্তি।
দানে যেমন ডঃ ভান্তের উদারতা দৃশ্যমান অনুরূপ ধর্মদান এবং অনুশীলনেও সমতা দেদীপ্যমান। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সংগঠনের আহবানে কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে বুদ্ধ বানী প্রচার প্রসারে নিয়োজিত রয়েছেন। ডঃ ভান্তে ওয়েস্ট ইয়েন্ড বুদ্ধিস্ট টেম্পল এন্ড মেডিটেশন সেন্টারে প্রতি বুধবার জাতি-ধর্ম নির্বিশেষে শতাধিক মানুষকে বুদ্ধের মূল ধর্ম মেডিটেশান শিক্ষা দিয়ে থাকেন। সম্প্রতি পুলিশ সদস্যদের মেডিটেশান শিক্ষা দিয়ে বিশ্বব্যাপী সাড়া জাগিয়েছেন। পরবর্তীতে টরোন্টোস্থ পুলিশ সদর দপ্তরে নিয়মিত ভাবে মেডিটেশান শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ডঃ ভান্তে অন্টারিও সরকার কতৃক স্প্রিট এ্যাওয়ার্ড সহ বিবিধ সম্মানে ভূষিত হয়ে বড়ুয়া তথা বৌদ্ধ জাতিকে সম্মানের শিখরে সমাসীন করেছেন।
জয়তু ডঃ শরনপাল

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!