আজ রবিবার( ১৫ জানুয়ারি) সকাল ১০টায় পরম সিদ্ধিপুরুষ গোবিন্দ ঠাকুরের স্মৃতি মন্দির চত্বরে পরম সিদ্ধিপুরুষ গোবিন্দঠাকুরের ও উপসংঘরাজ শ্রীমৎ গুণালংকার মহাস্থবির স্মরণে অষ্টপরিস্কার সহ মহাসংঘদান ও ধর্মসভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহামান্য উপ-সংঘরাজ, অগ্গমহাসদ্ধম্মজ্যোতিকাধ্বজ, শাসন-শোভন ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাথেরো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপিটক বিশারদ স্মৃতিধর, উপসংঘরাজ ভদন্ত শীলানন্দ মহাথেরো। প্রধান ধর্মদেশক বিচিত্র ধর্মকথিক উপসংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাথেরো (অধ্যক্ষ মহানন্দ সংঘরাজ বিহার, পাহাড়তলী)। মুখ্য আলোচক সংঘবন্ধু অজিতানন্দ মহাথের, উদ্বোধক ভদন্ত শীলরক্ষিত মহাথেরো, অধ্যক্ষ, জোবরা সুগত বিহার। বিশেষ অতিথিবৃন্দ ছিলেন হাটহাজারী আঞ্চলিক সংঘনায়ক ও অধ্যক্ষ, মীরেরখীল চন্দ্রপুর বেনুবন বিহারের অধ্যক্ষ আয্যশ্রী মহাথের, ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের, ভদন্ত বিনয়পাল মহাথের, ভদন্ত শাসনানন্দ মহাথের, ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথের, ভদন্ত দীপানন্দ মহাথের,ড. জ্ঞানরত্ন মহাথের, ভদন্ত লোকজিত থের প্রমুখ। মংগলাচরন করেন বিশ্ব শান্তি প্যাগোডার উপাধ্যক্ষ ভদন্ত ধম্মবোধি ভিক্ষু। ধর্মীয় সভায় দেশকরা বলেন, পরম সিদ্ধিপুরুষ গোবিন্দঠাকুর ছিলেন অলৌখিক মহাপুরুষ। এক মনে তাঁর স্মৃতিমন্দিরে কোন মানস কামনা করলে তা পূরণ হয় বলে, সকল ধর্মের মানুষের মনে করেন। তাঁর মন্দিরে সকল জাতি-ধর্ম-নিবিশেষে সকল মানুষের জন্য উন্মুক্ত থাকেন। তাই ভক্তগণ তাঁর মন্দির সবসময় সমাগাম থাকে। প্রতি বছর বছর তাঁর স্মৃতিমন্দিরে তিথি উপলক্ষে সংঘদান, মহাসংঘদান ও ধর্মসভা আয়োজন করে থাকেন।