বান্দরবানের জেলার বিভিন্ন উপজেলার বৌদ্ধ বিহারের উন্নয়নের জন্য অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর বাসভবনে এক অনুষ্টানের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের আয়োজনে বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত এই অনুদানের চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের টাস্ট্রি ও সাবেক পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মং ক্য চিং চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অমল কান্তি দাশ ও বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ও বৌদ্ধ ভিক্ষুরা।
অনুষ্টানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান সরকারের নানান উন্নয়ন পরিকল্পনার মধ্য দিয়ে পার্বত্য এলাকার ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে , সরকারের আন্তরিকতায় পার্বত্য জেলার বিভিন্ন দূর্গম উপজেলাতে ও বৌদ্ধ বিহার নির্মানসহ পুরাতন বৌদ্ধ বিহারের আধুনিকায়ন করা হচ্ছে । পাশাপাশি সড়ক যোগাযোগ, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হচ্ছে ।
অনুষ্টানে প্রতিমন্ত্রী উজানী পাড়া বৌদ্ধ বিহার ,হেডম্যানপাড়া বৌদ্ধ বিহার,পুল পাড়া বৌদ্ধ বিহারসহ জেলার মোট ছয়ত্রিশটি বৌদ্ধ বিহারকে বিভিন্ন পরিমানে সর্বমোট ৭লক্ষ ৬০হাজার টাকার চেক প্রদান করেন।
এসময় আয়োজকেরা জানান, আগামীতে ও বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারের উন্নয়নের জন্য এই ধরণের কর্মসুচী অব্যাহত থাকবে।