গত ১৩ই জানুয়ারি ২০১৭ ইং রোজ শুক্রবার চট্টগ্রাম মহানগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে চট্রগ্রাম বুড্ডিষ্ট ডেভেলপমেন্ট ট্রাস্ট কর্তৃক আয়োজনে পরম শ্রদ্ধেয় ধুতাঙ্গ সাধক ভদন্ত শরনংকর থের মহোদয়ের বর্ষপূরণ ও একক সদ্ধর্মদেশনা অনুষ্টান উদযাপিত হয়।
উক্ত অনুষ্টানটি তপু বড়ুয়ারর সঞ্চালনায়,উদ্ভোধনী বক্তব্য দেন,লায়ন আদর্শ কুমার বড়ুয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান,বাংলাদেশ বৌদ্ধ সমিতি স্বাগত বক্তব্য প্রদান করেন বুড্ডিষ্ট ডেভেলপমেন্ট ট্রাস্ট এর সভাপতি বাবু বিধান বড়ুয়া । অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক শিল্প মন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া, জাতীয় বৌদ্ধ নেতা অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়া, প্রমুখ।স্বাগত বক্তব্য প্রদান করেন বুড্ডিষ্ট ডেভেলপমেন্ট ট্রাস্ট এর সভাপতি বাবু বিধান বড়ুয়া সংগীত পরিবেশন করেন,শিল্পী তাপস বড়ুয়া।