বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ যুব-এর বাংলাদেশ আঞ্চলিক কেন্দ্র নির্বাণা পিস ফাউন্ডেশন, । গত ১২ জানুয়ারী চট্টগ্রামের জামালখানস্থ বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত এই প্রথমবারের মতো বৌদ্ধ ধর্মীয় বিষয়ে বিশেষ করে বুদ্ধের ছবি, সুজাতার পায়েসান্ন দান, বোধিবৃক্ষ, বুদ্ধ ও পঞ্চ বর্গীয় শিষ্য, বুদ্ধের মহাপরিনির্বাণ এবং সাঁচি স্তুপ ও গেইট বিষয়ে শিশু কিশোরদের মধ্যে ধর্মীয় চেতনা জাগ্রত করতে ব্যতিক্রমী চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে।
নির্বাণা পিস ফাউন্ডেশনের উপদেষ্টা মিঃ প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ সূচনা বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি ও বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ যুব-এর সহ-সভাপতি সবুজ বড়ুয়া শুভ। চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন নির্বাণা পিস ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রধান শিক্ষক নীহারেন্দু বড়ুয়া।শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিশিষ্ট সংগীতজ্ঞ মিঃ ত্রিদীব কুসুম বড়ুয়া রানা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনিস্টিটিউটের প্রফেসর মিঃ উত্তম বড়য়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মিসেস অনজনা বড়ুয়া, মিসেস মিথিলা চৌধুরী, প্রমুখ।
বক্তারা বলেন এরকম প্রতিযোগিতার প্রতি সন্তানদের আগ্রহ সৃষ্টি হবে। যারা প্রতিযোগিতায অংশগ্রহণ করছে তারা যাই অংকন করুক না কেন, কিন্তু এর মাধ্যমে শিশুদের ধর্মকে জানতে উৎসাহিত করা হয়েছে।
আগামী ১৬ জানুয়ারী, সোমবার বিকেল ৪ টায় চট্টগ্রামের ‘ফুলকি’ মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে বিজয়ী এবং অংশগ্রহণকারী সকলকে পুরষ্কৃত করা হবে।