ঢাকা:থাই সংঘরাজার পক্ষ থেকে বুদ্ধের পবিত্র দেহাবশেষ (ধাতু) বিতরণ উপলক্ষে গত ৬ জানুয়ারি শুক্রবার বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ- ঢাকা অঞ্চল আয়োজিত এবং বিশ্ব সৌভ্রাতৃত্ব সংঘ যুব (ডবিস্নউ এফ বি ওয়াই) এর সহযোগিতায় রাজউক অডিটোরিয়ামে মহা সংঘদান, পিন্ডদানসহ বর্ণময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে থাইল্যান্ড কর্তৃক বাংলাদেশের ৪৮টি বৌদ্ধ বিহারে মহামানব গৌতম বুদ্ধের পবিত্র দেহাবশেষ পুতাসি’ (ধাতু) বিতরণ এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-ঢাকা অঞ্চলে অনুষ্ঠিত শিশু-কিশোর সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৬ এর পুরষ্কার প্রদান করা হয় । এতে সভাপতিত্ব করেন বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ শ্রীমৎ ড.ধর্মসেন মহাস্থবির আরও উপস্থিত ছিলেন ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ মাননীয় সংঘনায়ক শ্রীমৎ শুদ্ধানন্দ মহাথের (২১শে পদক প্রাপ্ত) এছাড়া রয়েল থাইল্যান্ডের ডেপুটি সংঘরাজ ও থাই সংঘ ইউনিয়নের সভাপতি ফ্রা-কৃতি-স্বপন-বিদেশ, ড. সংঘপ্রিয় মহাথের, দি ওয়ার্ল্ড ফেলোশীপ অব বুড্ডিস্ট ইয়ুথ (ডবিস্নউ এফ বি ওয়াই) এর সম্মানীত প্রেসিডেন্ট ড. পর্নচাই পিনিয়াপং, ট্রেজারার ললিপট জানেজব, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বিবিজেপি)-এর জাতীয় কমিটির চেয়ারম্যান মি.রূপায়ন বড়-য়া, মহাসচিব মি. বিকাশ কুমার বড়-য়া,বিবিজেপি’র ঢাকা অঞ্চলের সভাপতি মি.চিন্ময় বড়-য়া রিন্টু, সাধারণ সম্পাদক মি. বিপ্লব কুমার বড়-য়া।
প্রেস বিজ্ঞপ্তি