গত ৯ই জানুয়ারী ২০১৭ সোমবার কুমিল্লা জেলার লাকসাম থানাধীন বৌদ্ধ অধ্যুষিত গ্রাম দুপচর তক্ষশীলা বৌদ্ধ বিহারে বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু, এশীয় শান্তি সুবর্ণ পদক, একুশে পদক ও স্বাধীনতা পুরষ্কারপ্রাপ্ত, মুক্তিযুদ্ধের সংগঠক, বহুগ্রন্থ প্রনেতা, বিশ্বনাগরিক, পন্ডিত মহামান্য ১০ম সংঘরাজ প্রয়াত শ্রীমৎ জ্যোতি:পাল মহাথের মহোদয়ের ১৪ তম অন্ত্যেষ্টিক্রিয়া বার্ষিকী উদযাপন উপলক্ষে অষ্ট পরিস্কারসহ মহাসংঘদান, স্মৃতিচারণ সভা ও উপসম্পদা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত মহতী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন–বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক দর্শন বারিধিতে ভূষিত পন্ডিত শ্রীমৎ ধর্মরক্ষিত মহাথের,অধ্যক্ষ কুমিল্লা কনকস্তুপ বৌদ্ধ বিহার।
প্রধান আশির্বাদক হিসেবে উপস্থিত ছিলেন- সদ্ধম্ম বারিধি শ্রীমৎ প্রিয়ানন্দ মহাথের, সহ-সভাপতি,বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা।
প্রধান জ্ঞাতি: শ্রীমৎ ধর্মমিত্র মহাথের, অধ্যক্ষ,মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার,ঢাকা।
প্রধান ধর্মদেশক: অধ্যাপক ড. শ্রীমৎ জিনবোধি মহাথের, বিভাগীয় চেয়ারম্যান, পালি ও সংস্কৃতি বিভাগ,চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়।
বিশেষ ধর্মদেশক: শ্রীমৎ এস.লোকজিৎ থের, সাধারণ সম্পাদক,বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা।
ধর্মালোচক: শ্রীমৎ জিনানন্দ মহাথের, অধ্যক্ষ,জ্যৈষ্ঠপুরা সার্বজনীন শাক্যমুনি বিহার।
ধর্মালোচক: শ্রীমৎ দেবমিত্র মহাথের, অধ্যক্ষ,মধ্যম বিনাজুরি শান্তিধাম বিহার।
ধর্মালোচক: শ্রীমৎ প্রজ্ঞাজ্যোতি মহাথের, অধ্যক্ষ,মজলিশপুর ধম্মাংকুর বৌদ্ধ বিহার।
উদ্বোধক: শ্রীমৎ উত্তমানন্দ ভিক্ষু, সহ-আন্তর্জাতিক সম্পাদক,বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা।