অনোমা সাংস্কৃতিক গোষ্ঠী’র প্রণোদনায় প্রবর্তিত ‘ড. বেণীমাধব ও ফণীভূষণ স্মারক বক্তৃতামালা’র একাদশ বক্তৃতানুষ্ঠান আগামী ১৩ জানুয়ারি (শুক্রবার) বিকেল সাড়ে চারটায় এবার প্রথম ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আর, সি, মজুমদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ কে এম শাহনেয়াজ বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ে স্মারক বক্তৃতা দেবেন।
অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকতে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
প্রাক্তন লায়ন্স জেলা গভর্ণর, কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক
লায়ন রূপম কিশোর বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন রাষ্টপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া । বিশেষ অতিথি থাকবেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। উদ্বোধন করবেন রবীন্দ্র চেয়ার অধ্যাপক ড. মহুয়া মুখোপাধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় । স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের মহাসচিব আশীষ কুমার বড়ুয়া। সঞ্চালনা করবেন চারুলতা অনলাইন সম্পাদক চারু উত্তম বড়ুয়া।
অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকতে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।