প্রদ্যোত রাসেল
চট্টগ্রাম: সংঘরাজ অভয়তিষ্য কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে ১০ জানুয়ারি (মঙ্গলবার) বাঁশখালী কেন্দ্রীয় শীলকূপ চৈত্য বিহার চত্ত্বরে ত্রিশ জন বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। এসময় ১০০ জন দারিদ্র্যের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।দশ দিনব্যাপী বিদর্শন ভাবনা কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ মেধা বৃত্তি ও শীত বস্ত্র বিতরন করা হয়। শীলঘাটা পরিনির্বাণ বিহারের অধ্যক্ষ রত্নপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আশীর্বাদক ছিলেন দেবপাহাড় পূর্ণাচার আ্ন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অনাথপিতা সত্যপ্রিয় মহা্স্থবির।
সভায় প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ধুতাঙ্গ সাধক প্রজ্ঞেন্দ্রিয় স্থবির। এছাড়াও ধর্ম দেশনা করেন ধর্মপাল মহা্স্থবির, রাহুলপ্রিয় মহা্স্থবির, দেবমিত্র মহা্স্থবির, আর্যপ্রিয় মহা্স্থবির, সমিরন বড়-য়া, ডা. টুম্পা বড়-য়া, অভি বড়-য়া টিপু, শিক্ষক সুব্রত বিকাশ বড়-য়া, শিক্ষক বোধিপাল বড়-য়া এবং সুমিত্রসেন বড়-য়া।বৌদ্ধদের সপ্তম সংঘরাজ অভয়তিষ্য মহাস’বিরের জন্মোৎসব উপলক্ষে বাঁশখালী কেন্দ্রীয় শীলকূপ চৈত্য বিহার চত্বরে ৩১ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারী পর্যন্ত বিদর্শন ভাবনা কোর্স, গণ প্রবজ্যা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।