শিল্প , সংস্কৃতি সভ্যতার প্রাণকেন্দ্র ফ্রান্সের প্যারিসের অদুরে স্থাপিত বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যানকেন্দ্রে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাক-জমকপূর্ণ পরিবেশে গত ৮ জানুয়ারী রবিবার সারাদিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পরমপুজ্য সাধনা নন্দ মহাস্থবির(বন ভান্তে)-৯৮ তম জন্মদিন উদযাপিত হয়েছে।
সকাল ৮টায় ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হওয়া দিনব্যাপী অনুষ্ঠান সংঘদান, অষ্টপরিস্কার দান, সমবেত প্রার্থনা, ধর্ম দেশনা, আলোচনা সভা, ও জ্ঞাতি ভোজের মধ্যদিয়ে শেষ হয়েছে।বিহারাধ্যক্ষ শ্রীমৎ বহু গ্রন্থ প্রনেতা, পন্ডিত প্রবর ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের মহোদয়ের উদ্ধোধনী ভাষণ প্রদানের মধ্য দিয়ে শুরু হওয়া দানসভায় ভদন্ত জ্যোতিসার ভিক্ষু, সহ বিভিন্ন দেশের বৌদ্ধ ভিক্ষুরা দেশনা করেন। উপচে পড়া ভিড় শিশু-নারী পুরুষদের হৈ-হুল্লোড়ে উৎসব মুখরতায় অন্যরকম আবেশে রুপ নেয়।
বক্তারা পুজ্য বনভান্তের ত্যাগময় জীবন ও বানী নিয়ে বিষদ আলোচনা করেন।