২য় বছরের মত THE GIFT OF WARMTH মাধ্যমে আমেরিকা,ক্যালিফোর্নিয়া নিবাসী দাতা ভদন্ত বিপুলানন্দ ভন্তে ও Give With Compassion এর আর্থিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
৩০ ডিসেম্বর ২০১৬ ইং শুক্রবার ভূজপুর বৌদ্ধ পরিষদ কতৃর্ক আয়োজিত ও হারুয়ালছড়ি বৌদ্ধ সমাজ কল্যাণ সমিতির সহযোগিতার মাধ্যমে চন্দ্রাখীল শান্তিধাম বিহারে চন্দ্রাখীল গ্রামে ভূজপুর থানার ও ভূজপুর বৌদ্ধ পরিষদের অন্তর্ভুক্ত মোট ৬টি গ্রাম ও বিহারে শীতার্ত দরিদ্র মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরন করা হয়।১. ভূজপুর হরিণা অমৃত ধাম বিহার, গ্রাম হরিণা,২ ভূজপুর সিংহরিয়া বোধি নিকেতন বিহার, গ্রাম সিংহরিয়া,৩ আমতলী ড.জ্ঞানশ্রী বৌদ্ধ বিহার, আমতলী গ্রাম,৪ চন্দ্রাখীল শান্তিধাম বিহার,গ্রাম চন্দ্রাখীল,৫ উওর সুনদরপুর কুজ্ঞবন বিহার,গ্রাম উওর সুনদরপুর, ৬ পশ্চিম কৈয়া শশ্বান বিহার, গ্রাম পশ্চিম কৈয়া। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উওর ফটিকছড়ি-ভুজপুর আঋলিক ভিক্ষু সমিতির সহ-সাধারণ সম্পদক ভদন্ত লোকশ্রী থেরো. প্রধান জ্ঞাতির আসন অলংকিত করেন পূজনীয় বিপুলানন্দ ভান্তের গর্ভধারিনী মাতা প্রভা বড়ুয়া।উপস্থিত ছিলেন হারুয়ালছড়ি বৌদ্ধ সমাজ কল্যাণ সমিতির সভাপতি সুকান্ত বড়ুয়া(বিপুল),সাধারণ সম্পাদক পবিত্র বড়ুয়া, অর্থ সম্পাদক রিপন বড়ুয়া ও প্রিয়সেন বড়ুয়া এবং ভূজপুর বৌদ্ধ পরিষদের সভাপতি রণজিৎ বড়ুয়া, সিনিয়র সভাপতি পরিমল বড়ুয়া, সহ-সভাপতি সুকান্ত বড়ুয়া(বিপুল),সাধারণ সম্পাদক সজল বড়ুয়া, যুগন-সাধারণ সম্পাদক পবিত্র বড়ুয়া, সহ-অর্থ সম্পাদক রিপন বড়ুয়া সদস্য প্রমুখ।উপস্থিত ছিলেন শীল-মৈত্রী পরিষদের সভাপতি হিল্লোল বড়ুয়া(পুলক)।শীত বস্ত্র বিতরন সার্বিকভাবে উদ্যোক্তা হিসেবে কাজ করেন বাবু উত্তম বড়ুয়া।