চান্দগাও সার্বজনীন আনন্দ বিহারে অবস্থান রত ভদন্ত জিনপাল মহাথের মহোদয় গতকাল (৭জানুয়ারি) রাত ১২.১০ মিনিটে শ্বাস কষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যু কালে উনার বয়স ৬০ বছর ।
উল্লেখ্য শ্রদ্ধেয় ভান্তে.. দীর্ঘকাল যাবৎ পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে অবশেষে মৃত্যুবরণ করেন ।অনিচ্ছা বত সংখারা.