কাউখালীর বেতবুনিয়ার বেনুবনের মানাইপাড়ার বেনুবন উত্তমানন্দ ধর্মবন বিহার প্রঙ্গণে ত্রিরত্ন সংঘের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।এটি ছিলো ত্রিরত্ন সংঘের শীতবস্ত্র বিতরণের প্রথম পর্ব।
এই শীতে অনেকে বনভোজন ও নানা ভ্রমন নিয়ে ব্যস্ত আছে, সেখানে ত্রিরত্ন সংঘের সসদস্যরা পাশে দাঁড়িয়েছে পাহাড়ে বসবাসরত শীতে কষ্ট পাওয়া মানুষের পাশে।শীতার্তদের সাথে কাটিয়েছে কিছুটা সময়।তাদের সাথে থেকে ত্রিরত্ন সংঘের সদস্যরা তীব্র শীতে কষ্টে কাটানো জীবন চলার কথা শুনেছে। এই শীতবস্ত্র বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভার সভাপতিত্বের দায়িত্ব পালন করেন ত্রিরত্ন সংঘের সাধারণ সদস্য বাবু পুলক বড়ুয়া,উদ্বোধক ছিলেন চম্পা রানী বড়ুয়া,প্রধান অতিথি ছিলেন মাস্টার সাধন বড়ুয়া, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিরত্ন সংঘের সভাপতি বাবু অভি বড়ুয়া অর্ণব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিরত্ন সংঘের সাধারণ সম্পাদক বাবু সুমন বড়ুয়া কমল।এছাড়াও বক্তব্য রাখেন তেমিয় বড়ুয়া, ত্রিরত্ন সংঘের মহিলা সদস্য হিমাদ্রি বড়ুয়া।এতে সঞ্চালনায় ছিলেন বাবু বাবলু বড়ুয়া ও বাবু টিপলু বড়ুয়া।এই শীতবস্ত্র বিতরণের কার্যকরী কমিটির প্রধান ছিলেন বাবু সিমান্ত বড়ুয়া।এই শীতবস্ত্র বিতরণে সার্বিকভাবে সাহায্য সহযোগিতায় করেন অপুর্ব বড়ুয়া অপু,নিশু বড়ুয়া,সুমিত্র বড়ুয়া,মুন্না বড়ুয়া,রবিন বড়ুয়া,সুপক বড়ুয়া,নিলয় বড়ুয়া,জিতু বড়ুয়া।এই সহযোগীতা কারিদের কাছে ত্রিরত্ন পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করছে।ত্রিরত্ন সংঘের দেয়া শীতবস্ত্র পেয়ে এই অসহায় মানুষ গুলো অনেক খুশি ও আনন্দিত হয়।তাদের মুখের ফুটে উঠে উজ্জ্বল হাসি।তাদের এই হাসিটুকু দেখেই ত্রিরত্ন পরিবার সার্থকতা মনে করে।এছাড়াও ত্রিরত্ন সংঘ বিহারে অবস্থানরত শ্রমণ ও গহীন অরন্যে ধ্যানেরত তিন ভিক্ষু সংঘকেও শীতবস্ত্র দান করে। শীতবস্ত্র বিতরণ শেষে ধ্যানী ভিক্ষার সাথে দেখা করে ধর্মদেশনা শ্রবণ করার পাশাপাশি সমবেত প্রার্থানা করে অর্জিত পূন্যরাশি সকলের উদ্দেশ্যে দান করে।যাতে জগতের সকল প্রানী রোগ মুক্ত হয়, বিপদ মুক্ত হয়,শত্রু মুক্ত হয় এবং সুখী হয়।
এছাড়াও আগামীকাল ত্রিরত্ন সংঘের ২য় বারের মত গৃহহীন অসহায় মানুষদের মাঝে আবারো শীতবস্ত্র বিতরণ করা হবে।