গতকাল ( ৫ জানুয়ারি ২০১৭) শুক্রবার ছড়াকার সুকুমার বড়ুয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে স্মৃতি কথা ও ছড়া পাঠের আসর অনুষ্ঠিত হয়।
চারুলতা অনলাইন বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে এ অনুষ্টানের আয়োজন করে।
এ সময় জীবনকাহিনী শোনানোর পাশাপাশি নিজের ছড়া আবৃত্তি করে ভরা আসর জমিয়ে তোলেন যথারীতি সুকুমার বড়ুয়া।
উঠে আসে চিরচেনা মানুষদের স্মৃতিচারণ, শিশুদের মুখে তার ছড়া পাঠ, ফুলেল শুভেচ্ছা, উপহার দেওয়া ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
স্মৃতি কথা ও ছড়া পাঠের আসরে সুকুমার বড়ুয়ার স্ত্রী ননীবালা, ছেলে অরুপ বড়ুয়াসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। দূরদূরান্ত থেকেও অনেকে অংশ গ্রহণ করতে এসেছিলেন প্রখ্যাত ছড়াকারের জন্মদিনে।
এদিকে নব প্রতিষ্টিত তথাগত টিভিও এ উপলক্ষে বিশেষ প্রতিবেদন প্রচার করে।
সুকুমার বড়ুয়ার জন্ম ১৯৩৮ সালের ৫ জানুয়ারি। চট্টগ্রামের রাউজানে জন্ম নেন তিনি। তার বাবা সর্বানন্দ বড়ুয়া এবং মা কিরণ বালা বড়ুয়া।
এই ছড়াকারের শিক্ষা জীবন শুরু হয় মামা বাড়ির একটি স্কুলে। এরপর বড় দিদির বাড়িতে কিছুদিন পড়ালেখা করেন। কিন্তু দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়ার পর তার পড়ালেখা বন্ধ হয়ে যায়।
খুব ছোট থেকে জীবিকার জন্য তাকে কাজ করতে হয়েছে। এক সময় তিনি ফলমূল, আইসক্রিম, ফেরি করতেন। এরপর ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে যোগ দেন। পদোন্নতি হয়ে তিনি তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে নিযুক্ত হন। ১৯৯৯ সালে স্টোর কিপার হিসেবে অবসর গ্রহণ করেন।
বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, বাংলদেশ শিশু একাডেমী পুরস্কারসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।