আগামী ৬জানুয়ারী থেকে ১৩ জানুয়ারী ২০১৭ইং আট দিনব্যাপী ফটিকছড়ির ভূজপুর বৌদ্ধ পরিষদের উদ্যোগে কর্মবীর প্রয়াত এইচ.সুগতপ্রিয় স্থবির মহোদয়ের যোগ্য উত্তরসুরী, আন্তর্জাতিক বৌদ্ধ সংগঠন ধর্মকায়া ফাউন্ডেশন থাইল্যান্ড’র বাংলাদেশ প্রতিনিধি ভদন্ত মহীপাল ভিক্ষু’র “থের” বরণ উপলক্ষে বিদর্শন ভাবনা অনুশীলন, সংঘরাজ, উপসংঘরাজগণ এর সংবর্ধনা ও সদ্ধর্মসভার আয়োজন করা হয়েছে। বিদর্শন ভাবনা অনুশীলনের উদ্বোধন পরিচালক থাকবেন ভদন্ত সত্যপাল থের।১৩ই জানুয়ারি অনুষ্ঠানের সভাপণ্ডিত করবেন মহামান্য সংঘরাজ ভদন্ত ড, ধর্মাসেন মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিস্টার প্রসাৎ উদায়াছারলাম। প্রধান সদ্বর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন দেব মানব পূজ্য,অরন্য বিহারী,শ্মশানচারী, পাংশুকুলিক ত্রিচীরবধারী ভদন্ত ড.এফ দীপংকর মহাথের। এছাড়াও উক্ত অনুষ্ঠানে থেরবাদী আদর্শের অন্যতম সাংঘিক সংগঠক বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা ও সংঘরাজ ভিক্ষু মহামন্ডল’র দু-শতাধীক মহান ভিক্ষু সংঘ, দেশ বিদেশি অতিথি সহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।এই ধর্মীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে হারুয়ালছড়ি বৌদ্ধ জেতবন বিহার প্রঙ্গণ ভূজপুর, ফটিকছড়ি চট্টগ্রাম।
পথ পরিচিতি:-চট্টগ্রাম অক্সিজেন থেকে নাজিরহাট পুরান ব্রিজ নেমে সিএনজি যোগে হারুয়ালছড়ি বড়ুয়া পাড়া অথবা ফটিকছড়ি বিবিরহাট বাসস্টেশন থেকে নেমে সিএনজি যোগে হারুয়ালছড়ি বড়ুয়া পাড়া।