সুমন রাজ বড়ুয়া
চট্রগ্রাম জেলার রাউজান থানার অর্ন্তগত মধ্যম বিনাজুরী গ্রামে এক দরিদ্র পরিবারে জন্ম গ্রহন করেন ছড়াকার সুকুমার বড়ুয়া, তিনি চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন। ছোট বেলায় মা – বাবা দু’জনকে হারিয়ে, কখন ও রেলষ্টেশনে চা বিক্রি করে,কখন ও বা মেসে বাবুর্চি কাজ করে জীবনের সাথে যুদ্ধ করেছেন তিনি। জীবিকা নির্বাহের জন্য একটা সময় তিনি ফলমূল, আইসক্রিম, বুট বাদাম ইত্যাদি ফেরী করে বিক্রি করেছেন৷ ১৯৬২ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে চৌষট্টি টাকা বেতনের চাকুরী হয় তাঁর৷ তারপর ও থেমে থাকেনি তাহার
কলম। যার মহিমায় সমগ্র বৌদ্ধ জাতি তথা সারা বাংলাদেশ আজ গর্বিত, বিভিন্ন সময় বিভিন্ন উপাদিতে ভূষিত হয়ে,তিনি আজ ছড়াসম্রার্ট ।
আগামী ০৫ ই জানুয়ারী এই নান্দনিক ছড়া সম্রাট, শিশু সাহিত্যিক সুকুমার বড়ুযা,র ৮০ তম জন্মদিন। এই উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় বিষয়ক মুখপত্র “চারুলতা ডট কম ” ঢাকা আন্তজাতিক মেরুল বৌদ্ধ বিহারে এক ছড়া পাঠের আসরের আয়োজন করেছে। মধ্যম বিনাজুরী বিশিষ্ট ছড়াকার তরুন সংঘ, বিনাজুরী বৌদ্ধ কল্যাণ ফাউন্ডশন,বিনাজুরী সুকুমার পাঠাগার সহ বিভিন্ন সামজিক সংগঠনের পক্ষে হতে জন্ম দিন উদযাপনে ব্যপক প্রস্তুুতি গ্রহন করছে।