সুপ্রিয় চাকমা শুভ, রাঙামাটি
বিশ্ব শান্তি মঙ্গল কামনায় এবং ২০১৭ সালের সুভাগমন উপলক্ষে আজ (১ জানুয়ারী ২০১৭)রাঙামাটি রাজবন বিহারে ১৭তম ৮৪ হাজার বাতিদান ও প্রজ্জলন অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি প্রজ্ঞা সাধনা প্রকাশনী সার্বিক সহযোগিতায় পরিচালনা করা হয়। মোনঘর প্রি ক্যাডেট শিশু ব্যান্ড পার্টির ভিক্ষুদের মঞ্চে আগমন এবং প্রজ্ঞা সাধনা প্রকাশনীর সাধারণ সম্পাদক নব কুমার তংচঞ্চঙ্গার সঞ্চালনায় এবং প্রথম পর্বের পরিপূর্ণা চাকমার উদ্ভোধনী সংগীত, বুদ্ধ পতাকা উত্তোলন সহ রাঙামাটি রাজবন বিহার ও আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহাস্থবির ভিক্ষুর পঞ্চশীল প্রদান ও সুনীতি বিকাশ চাকমা(চক্ষ) পঞ্চশীল প্রার্থনা পাঠ করেন।
অনুষ্ঠানে বুদ্ধ মূর্তিদান, সংঘদান, অষ্ঠপরিস্কার দান, ৮৪ হাজার বাতিদান, ও পিন্ডুদান সহ বিভিন্ন অনুষ্ঠান দান করা হয়।
অনুষ্ঠানটিতে বিশেষ বক্তব্য প্রদান করেন প্রজ্ঞা সাধনা প্রকাশনীর সাধারণ সম্পাদক নব কুমার তংচঞ্চঙ্গা, এবং নতুন বছরের শুভাগমন ও বিশ্ব শান্তির মঙ্গল কামনায় পূর্ণাথীদের মাঝে স্বধর্ম দেশনা প্রদান করেন রাঙামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান, বিহার অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির ও শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাস্থবির ভিক্ষু। জাগতিক মঙ্গল কামনায় ৫ মিনিট ভাবনার করা হয়।
অনুষ্ঠান সর্বশেষে শ্রাবক বুদ্ধ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির ভিক্ষুর ধারন কৃত ক্যাসেট থেকে তাঁর দেশনা শোনানো হয়।