বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, চট্টগ্রাম’র উদ্যোগে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম গত ৩০ ডিসেম্বর শুক্রবার রাঙ্গামাটি পার্বত্য জেলার বেতবুনিয়াস্থ গজালিয়া গ্রামসহ পার্শ্ববর্তী এলাকায় সম্পন্ন হয়। এ উপলক্ষে গজালিয়া সার্বজনীন জ্যোতিবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে বিহারাধ্যক্ষ ভদন্ত রতনপ্রিয় মহাথেরর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সুমন বড়–য়া বাপ্পীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের সভাপতি প্রকৌশলী সীমান্ত বড়–য়া, সাধারণ সম্পাদক সজীব বড়–যা ডায়মন্ড, সাংগঠনিক সম্পাদক প্রবীর বড়–য়া সিকো, অর্থ সম্পাদক সঞ্জয় বড়–য়া পিপলু, শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি ব্যবস্থাপনা কমিটির আহবায়ক বুলবুল বড়–য়া ও সচিব শ্যামল বড়–য়া, অর্থ সচিব পিযুষ বড়–য়া, অন্যতম সদস্য শিক্ষক পলাশ বড়–য়া, সত্যপ্রিয় বড়–য়া, গজালিয়া গ্রামের পক্ষে সম্ভু বড়–য়া ও স্বপন বড়–য়া সমিরণ প্রমুখ। উল্লেখ্য, এ কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এলাকার আড়াই’শ পরিবারের মাঝে শীতবস্ত্র ও দেড়’শ শিক্ষার্থীর মাঝে খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করে।-বিজ্ঞপ্তি