রাউজান উপজেলার দুশতাব্দীর প্রাচীন কদলপুর সুধর্মানন্দ বিহারে নব অবকাঠামোয় প্রতিষ্ঠা করা হয় কদলপুর সুধর্মানন্দ বিহারের প্রাক্তন অধ্যক্ষ ঋদ্দিমান সাধক ভদন্ত গুনালংকার মহাস্থবিরের প্রতি কৃতজ্ঞ পূজা করার জন্যে “গুনালংকার উদকসীমা। এ উপলক্ষে এ আড়ম্বরপূর্ণ অনুষ্টানের মধ্য দিয়ে গত ৩১ডিসেম্বর শনি বারপ্রতিষ্ঠা করা হয়।
সীমা দাতা বিধান বড়ুয়া(কদলপুর),প্রকাশ বড়ুয়া(কদলপুর),অসীম বড়ুয়া তৎপত্নী সুপ্ত বড়ুয়া(ফ্রান্স প্রবাসী) অর্থায়নে এ এ পূন্য যজ্ঞ সম্পাদান করা হয়।