ইলা মুৎসুদ্দী
অভিধর্ম পিটকের পঞ্চম গ্রন্থ কথাবত্থু এর মোড়ক উম্মোচন গত ৩০ ডিসেম্বর করইয়ানগরে গ্রন্থটির অনুবাদক উজ্জ্বল বড়ুয়া বাসুর গ্রামের বাড়ী করইয়ানগরে অনুষ্ঠিত হয়েছে।
গ্রন্থটির মোড়ক উম্মোচন উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল অষ্টউপকরণসহ সংঘদান, আলোচনা সভা ও মহাসতিপট্ঠান পাঠ। সংঘদানে সভাপতিত্ব করেন উত্তর পুরাণগড় সংঘশ্রী বিহারের অধ্যক্ষ ভদন্ত লোকপ্রিয় মহাথের। এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে সারগর্ভ আলোচনা করেন ড. অর্থদর্শী বড়ুয়া। বিকালে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির কার্যকরী সভাপতি ভদন্ত শীলানন্দ মহাথের, প্রধান ধর্মদেশক ছিলেন শীলঘাটা জ্ঞানপাল-রত্নপ্রিয় অরণ্য ধ্যান কুটিরের পরিচালক ভদন্ত প্রজ্ঞেন্দ্রিয় থের।
আলোচনায় অংশগ্রহণ করেন ভদন্ত শুদ্ধানন্দ থের, কথাবত্থু গ্রন্থের প্রকাশক শুভ্র বড়ুয়া সাঁকোর পিতা আবুরখীল দক্ষিণ ঢাকাখালী নিবাসী অজিত কুমার বড়ুয়া, পুলকেশ বড়ুয়া, মৃদুল কান্তি বড়ুয়া, সুনীল বড়ুয়া, বোধিদর্পণ প্রকাশনীর সম্পাদক প্রকৌশলী অনুপম বড়ুয়া প্রমূখ ব্যক্তিবর্গ। বক্তারা বইটির বর্তমান প্রেক্ষাপটে বইটির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং শ্রমসাধ্য এই কাজটির জন্য অনুবাদক উজ্জ্বল বড়ুয়া বাসুর ভূয়সী প্রশংসা করেন।
আলোচনা সভা শেষে মহাসতিপট্ঠান সূত্র পাঠ করেন ভদন্ত প্রজ্ঞেন্দ্রিয় থের এর শিষ্যবৃন্দ সহ উপস্থিত ভিক্ষুসংঘ। অনুষ্ঠানটিতে চল্লিশ জনের অধিক ভিক্ষু ও শ্রামণসংঘ উপস্থিত ছিলেন।
এদিকে একই দিনে রাঙ্গামাটিস্থ রাজবন বৌদ্ধ বিহারে বইটির মোড়ক উন্মোচন করেন রাজবন বিহারের আবাসিক প্রধান, পূজ্য সাধনানন্দ মহাস্থবির বনভান্তের শিষ্যসংঘের প্রধান ভদন্ত প্রজ্ঞালংকার মহাথের। পুজ্য বনভান্তের শিষ্য ভদন্ত সুভূতি ভিক্ষু এবং ভদন্ত সংঘজয় ভিক্ষু এসময় পুজ্য প্রজ্ঞালংকার মহাথের মহোদয়ের নিকট বইটি তুলে দেন।
প্রায় এক হাজার পৃষ্ঠার বইটিতে ভূমিকা লিখেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথেরো। বইটিতে আশীর্বাণী প্রদান করেছেন মহামান্য দ্বাদশ সংঘরাজ ধর্মসেন মহাথের এবং ভদন্ত প্রজ্ঞেন্দ্রিয় থের। অভিমত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুড্ডিষ্ট ষ্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. সুকোমল বড়ুয়া ও চট্টগ্রাম কলেজের পালি বিভাগীয় প্রধান প্রফেসর ড. অর্থদর্শী বড়ুয়া। বইটি বুঝার সুবিধার্থে অনুবাদক বইটিতে ছয় শতাধিক পাদটীকা সংযুক্ত করেছেন। শাসন সদ্ধর্মের কল্যাণে বইটি বিনামূল্যে বিতরণ করা হবে।