প্রবাহমান স্রোতের মত বয়ে চলেছে আমাদের জীবন । এক এক করে জীবন থেকে খসে পড়ছে মূল্যবান একটি বছর। চিরায়িত নিয়মে পাল্টে যাচ্ছে ক্যালেন্ডার। আগমন হয় নতুন কিছু নিয়ে নতুন বছরের,নতুন দিনের । নতুন কিছু পাবার , দেখার, জানার আশায় শুরু হয় আবার আমাদের জীবন যাত্রা।
প্রত্যয়,আশা,ভালবাসা,আবেগ,অনুভূতি,মান, অভিমান,শং শয়, দুঃখ, বেদনা, ঘাত প্রতিঘাতের মধ্য দিনে বাঁচতে হবে আমার, আপনার, আমাদের সবাইকে।
২০১৬ সালে যা কিছু তিক্ততার ও গ্লানিকর তা থেকে শিক্ষা নেয়। আর যা কিছুু অর্জন তা সামনে চলা পথ গতিময় করুক, এই শুভ কামনায়, সকলকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা। হাসি খুশিতে ভরে উঠুক সকলের জীবন।।