1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১২:১৭ পূর্বাহ্ন

ভদন্ত ডঃ প্রিয়দর্শী থেরো মহাথের অভিধা গ্রহণ উপলক্ষে দুই দিন ব্যাপী অনুষ্ঠানমালা সু সম্পন্ন

প্রতিবেদক
  • সময় শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬
  • ৬৩৭ পঠিত

চট্রগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী পাঁচখাইন সার্বজনীন শান্তিকুঞ্জ বিহারে বুদ্ধের ত্যাগ শিক্ষায় উজ্জ্বীবিত ও এতদাঞ্চলরের সংঘ সমাজের প্রিয়মুখ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব,কৃতিমান ভিক্ষু,বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলার সভাপতি ও পাঁচখাইন শান্তিকুঞ্জ বিহারের বিহারাধ্যক্ষ ডক্টর প্রিয়দর্শী থের মহোদয় মহাথের বরণ অনুষ্ঠান গত ২৯ ও ৩০ ডিসেম্বর ২০১৬ ইংরেজি রোজ বৃহস্পতি ও শুক্রবার, ২ দিনব্যাপী নানাঅনুষ্ঠানমালায় উক্ত বিহার প্রাঙ্গনে সু-সম্পন্ন হয়েছে৷ প্রথম দিনে ২৯ শে ডিসেম্বর প্রব্রজ্যানুষ্টান, সতিপট্ঠান সূত্রপাট ও বুদ্ধ কীর্ত্তন অনুষ্টিত হয়। ২য় দিনে মহা-সংঘদান, অষ্টপরিস্কারদান, মহাথেরো বরণ, রাত্রে নাটক “অজাতশত্রু” মঞ্চস্থ হয়। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া মহোদয়।অন্যান্যদের মধ্যে উপ-সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের, উর্দ্ধতন সহ-সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের,ভিক্ষু মহাসভার নবনির্বাচিত সভাপতি সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের মহোদয় দেশনা করেন ৷ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. প্রনব কুমার বড়ুয়া , সম্মানিত অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামীম হোসেন, ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, ড. দীপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়া, পি,আর বড়ুয়া, , ড. সুমন কান্তি বড়ুয়া, ড. দিলিপ কুমার বড়ুয়া , অনুপম বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া , ড. সুব্রত বরণ বড়ুয়া প্রমূখ বক্তব্য রাখেন ।

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!