রিপন বড়ুয়া : বৌদ্ধ মৈত্রী ছাত্র সংসদ এর উদ্যোগে(৩০ ডিসেম্বর রোজ শুক্রবার) রামুতে এবং উখিয়ায় একযোগে সম্পন্ন হয়েছে ‘বৌদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষা’২০১৬। শুক্রবার সকাল ১০ টা থেকে ২ টি কেন্দ্রে একযোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে কক্সবাজার সদর, উখিয়া, রামু,ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৌদ্ধ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। রামু খিজারী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাতাবাড়ি সরকারি প্রাথমিক
বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় কয়েক শতাধীক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বৌদ্ধ ধর্ম প্রচারে এবং সদ্ধর্ম এর প্রতি আগ্রহ বাড়াতে বিগত বছর থেকে কক্সবাজার রামুতে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।এই পরীক্ষায় ৩য় থেকে দশম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বৌদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষার চেয়ারম্যান বাবু দুলাল বড়ুয়া ছাড়াও পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন বাবু সুমন বড়ুয়া প্রধান শিক্ষক রামু খিজারী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাবু আদিত্য বড়ুয়া, শিক্ষক কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া কেন্দ্রের সুপারের দায়িত্ব পালন করেন রোনেক্স বড়ুয়া,জুয়েল বড়ুয়া, সাধারণ সম্পাদক রিপন বড়ুয়া,সভাপতি রমিজ বড়ুয়া,সহ সভাপতি জনি বড়ুয়া,সদস্য অক্ষয় বড়ুয়া, বাপ্পা বড়ুয়া,রনি বড়ুয়া, বৃষ্টি বড়ুয়া, তন্ময় বড়ুয়া, রুবি বড়ুয়া এবং সমন্বয়কে বাবু পূর্নধন বড়ুয়া।
পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন মুসরাত জাহান মুন্নী মহিলা বিষয়ক সম্পাদিকা কক্সবাজার জেলা আওয়ামীলীগ,রামু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু তরূন বড়য়া,সাংস্কৃতিক কর্মী মানসী বড়ুয়া প্রমূখ।
উক্ত পরীক্ষায় সার্বিক সহযোগী হিসেবে ছিলেন বাবু দুলাল বড়ুয়া,টি আর এ কম্পিউটার সেন্টার,ফ্লাই ওয়াল্ড,রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদ, কাজল বড়ুয়া ম্যানেজিং ডিরেক্টর ওয়ালটনপ লিংক রোড শাখা,অন্তর ফার্ণিচার মার্ট