অদ্য ২৭শে ডিসেম্বর ২০১৬খ্রি: মঙ্গলবার, সকাল ১০:০০ ঘটিকায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সভাকক্ষে China Committee on Religion and Peace (CCRP) এর একটি প্রতিনিধি দল ট্রাস্টের সম্মানিত সদস্যবৃন্দ ও কর্মকর্তাদের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন। ট্রাস্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান ও কার্যকরী কমিটির সদস্য, Religions for Peace Asia (RfP) মি: সুপ্ত ভূষণ বড়ুয়া ট্রাস্টের বিভিন্ন অগ্রগতি ও উন্নয়নমূলক কর্মকান্ডের বর্ণনা করেন। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরেন। বিস্তারিত আলোচনার পর দেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। উক্ত প্রতিনিধিদলের নেতৃত্ব দেন Religions for Peace Asia (RfP) ও Asian Conference of Religions for Peace (ACRP)-এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুকোমল বড়ুয়া। প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন China Committee on Religion and Peace (CCRP) এর সদস্য ven. Jingbo, Vice-President Mr. Guo Chenzhen , Deputy Secretary General Ven. Huang Xinyang and Secretary General Mr. La Can. অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন যুগ্ম-সচিব মি. রনজিত কুমার বড়ুয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান মিসেস নন্দিতা বড়ুয়া, মো: আমানুল্লাহ খান, কোষাধ্যক্ষ, Religions for Peace Asia (RfP) ও মি: দুলাল বড়ুয়া, এডিটর, অনলাইন নিউজ পোর্টাল, নিউজবক্স ২৪ ডটকম।
প্রেস বিজ্ঞপ্তি