খাগড়াছড়ি জেলার লক্ষ্ণীছড়ি উপজেলায় মেজার পাড়া ধর্মসূখ বৌদ্ধ বিহারে উঃ কবিন্দ মহাথেরো’র অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। দুই দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে ২৩ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় বিশিষ্ট সাংঘিক ব্যক্তিত্ব মেজার পাড়া ধর্মসূখ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রয়াত পঞ্চম সংঘরাজ উঃ কবিন্দ মহাথেরো’র শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পার্বত্য বৌদ্ধ মিশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ও সাবেক সভাপতি পার্বত্য ভিক্ষু সংঘ এবং কমলছড়ি পাইলট পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমনালংকার মহাথেরো। প্রধান জ্ঞাতি ছিলেন, ভিক্ষু এসোসিয়িশেন অব বাংলাদেশ’র উপদেষ্টো ভদন্ত সুন্দরা মহাথোরো, প্রধান ধর্মদেশক ছিলেন, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের প্রাচ্যভাষা পালি বিভাগের চেয়ারম্যান ড: জিনবোধি মহাথোরো।
বিশেষ ধর্ম দেশক ছিলেন, ধম্ম বিচারা বিপাসনা মেডিটেশন সেন্টার’র প্রতিষ্ঠাতা ও পরিচালক ভদন্ত ওয়িচারা স্থবির। প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সংসদ সদস্য বাবু কুজেন্দ্রলাল ত্রিপুরা।
বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান বাবু কংজরী চৌধুরী ও ল²ীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: আবুল কালাম শামসুদ্দিন রানা. পিএসসি,জি।
এছাড়াও জেলা পরিষদ সদস্য আশুতোষ চাকমা, জেলা পরিষদ সদস্য ও লক্ষীছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেম্রাচাই চৌধুরী, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার বিনিতা রানী, ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, বেবি রানী বসু, লক্ষীছড়ি থানার অফিসার্স ইনচার্জ আরিফ ইকবাল উপস্থিত ছিলেন।
এদিকে প্রধান অতিথির উপস্থিতিতে লক্ষীছড়ি জোনের পক্ষ হতে আয়োজকদের হাতে অনুদান আর্থিক প্রদান করেন জোন কমান্ডার লে: কর্ণেল মো: আবুল কালাম শামসুদ্দিন রানা. পিএসসি, জি।
উল্লেখ্য উঃ কবিন্দ মহাথেরো চলতি বছর গত ২৩ এপ্রিল সকাল সাড়ে ৮টায় নিজ বিহারে বার্ধক্য জনিত কারণে মহাপ্রায়াণ করেন।