কনক বড়ুয়া শ্রাবন, উখিয়া থেকে: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাস্থ রেজুতে
দিন দুঃখী হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (২৫/১২/২০১৬ইং) সকালে উপজেলার মংজয় পাড়া, পাত্রাজি পাড়া ও বরইতলী এলাকায় এসব কম্বল বিতরন করেন উখিয়া জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক বিনয়শীল ভদন্ত কুশলায়ন মহাথের মহোদয়।
কম্বল বিতরণেরর সময় উপস্থিত ছিলেন ভদন্ত জ্যোতি কুশল ভিক্ষু ও জ্যোতি মঙ্গল ভিক্ষু।