বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের নতুন ডীন হিসেবে প্যাথলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. অসীম রঞ্জন বড়ুয়াকে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল ২৪ ডিসেম্বর ২০১৬ইং তারিখে সকাল ৯টায় মাননীয় উপাচার্য মহোদয়ের কার্যালয়ে তার হাতে নিয়োগপত্র তুলে দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো-ভাইস-চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. এএসএস জাকারিয়া স্বপন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, সুপার স্পেশালাইজড হাসপাতাল স্থাপন প্রকল্পের পরিচালক অধ্যাপক ডা. মোঃ জুলফিকার রহমান খান, পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডা. একেএম সালেক, অতিরক্তি রেজিস্ট্রার-১ অধ্যাপক ডা. মোঃ আসাদুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার- ২ ডা. স্বপন কুমার তপাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রফেসর ডা. অসীম রঞ্জন বড়ুয়া ১৯৯২ সালে আই পি জি এম (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের) সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পেশাগত জীবন শুরু করেন। ১৯৯৮ সালে তিনি সহযোগী অধ্যাপক এবং ২০০৯ সালে অধ্যাপক পদমর্যাদায় অভিষিক্ত হন।
প্রফেসর ডা. অসীম বড়ুয়ার বাবা ডা. অমলেন্দু বড়–য়া এবং মাতা ছায়াদেবী বড়ুয়া দু’জনই গত হয়েছেন। তাঁর গ্রামের বাড়ি মিরশরাই উপজেলার তুলাবাড়িয়া গ্রামে। সহধর্মীনি সহযোগী অধ্যাপক ডা. দীপি বড়ুয়া হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালে গাইনী বিশেষজ্ঞ হিসেবে দায়িত্বরত আছেন। তাদের বড় সন্তান ডা. অন্তরা বড়ুয়া (অপি) নিউইয়র্কের কিংস ব্রুক হাসপাতালে ইন্টারনাল মেডিসিন বিভাগে দায়িত্বরত। মেঝ সন্তান আনিকা বড়–য়া (অনি) ১৯১৫ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এম বি বি এস সমাপ্ত করে উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় অবস্থান করছে এবং ছোট সন্তান আনিতা বড়–য়া ২০১৭ সালের এস এস সি পরীক্ষার্থী।
উল্লেখ্য যে, তিনি বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সভাপতি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।